প্রতিরক্ষা ব্যবস্থায় নয়া নজির, ওড়িশায় সফল হাইপারসনিক মিসাইলের পরীক্ষা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রতিরক্ষা ক্ষেত্রে আরও এক নজির গড়ল ভারত। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ওড়িশায় সফলভাবে দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রর পরীক্ষা করল। জানা গিয়েছে, অত্যাধুনিক এই মিসাইল শব্দের চেয়ে পাঁচগুণ বেশি গতিতে ছুটতে সক্ষম। দেড় হাজার কিলোমিটার দূরত্ব অনায়াসে অতিক্রম করতে পারবে এটি। শনিবার রাতে ওড়িশার উপকূল থেকে পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্রর উৎক্ষেপণ করা হয়। এহেন মিসাইল ভারতীয় সেনার অস্ত্রভাণ্ডারকে আরও বেশি শক্তিশালী করে তুলবে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এই মিসাইল।
দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, ওড়িশা উপকুলে আবদুল কালাম দ্বীপ থেকে একটি দূরপাল্লার হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা করল ভারত। দুনিয়ার নির্দিষ্ট কিছু দেশের হাতে রয়েছে এই প্রযুক্তি। সেই তালিকায় ঢুকে পড়ল ভারত। মনে করা হয়, রাশিয়া ও চিনের হাতে এ ধরনের মিসাইল রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের মিসাইল তৈরি করেছে আগেই। ২০২২ সালে রাশিয়া ঘোষণা করেছিল ইউক্রেনের সঙ্গে লড়াইয়ে তারা একটি হাইপারসনিক মিসাইল ব্যবহার করেছে।
শব্দের চেয়েও দ্রুত গতি সম্পন্ন মিসাইল বিভিন্ন ওজনের পে লোড নিয়ে আঘাত হানতে পারে ১৫০০ কিলোমিটার দূরের কোনও লক্ষ্যবস্তুতে। হাইপারসনিক এই মিসাইলের গতি শব্দের চেয়েও ৫ গুন। এই গতিকে ম্যাচ ৫ গতি বলা হয়। প্রতি সেকেন্ডে ১ মইল পথ পাড়ি দিতে পারে এই মিসাইল।