দেশ বিভাগে ফিরে যান

শান্তি ফেরাতে ডাহা ফেল BJP, মণিপুর সরকারের থেকে সমর্থন তুলল কনরাড সাংমার NPP

November 18, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: জ্বলছে মণিপুর, উত্তর-পূর্বের রাজ্যে শান্তি ফেরাতে ডাহা ফেল বিজেপি। মণিপুরের বিজেপি সরকারের থেকে সমর্থন প্রত্যাহার করল কনরাড সাংমার দল এনপিপি। ফের উত্তপ্ত হয়ে উঠছে মণিপুর। ৬ জন মেতেইকে অপহরণ করে খুনের অভিযোগ উঠেছে কুকিদের বিরুদ্ধে। নদীতে মৃত দেহ উদ্ধার হয়েছে। এহেন পরিস্থিতিতে সরকারকে আক্রমণ করেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী। শান্তি রক্ষায় ব্যর্থ বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগে সমর্থন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

রবিবার বিকেলেও মণিপুরের এক নদী থেকে দুই অপহৃত মেতেইয়ের মুণ্ডহীন দেহ উদ্ধার হয়। ২ বছরের এক শিশু ও প্রবীণ মহিলার দেহ উদ্ধার হয়েছে বলে খবর। তারপরই জানা যায়, মণিপুরের বিজেপি সরকারের থেকে সমর্থন প্রত্যাহার করেছে এনপিপি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি লিখে এনপিপি প্রধান তথা মেঘালয়ের মুখ্যমন্ত্রী জানান, বীরেন সিংয়ের নেতৃত্বাধীন মণিপুর সরকার সমস্যা মিটিয়ে স্বাভাবিক জীবন ফেরাতে ব্যর্থ। তাই বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সমর্থন প্রত্যাহার করছে এনপিপি। কনরাড সাংমার দলের সাতজন বিধায়ক রয়েছেন মণিপুরের বিধানসভায়।

মণিপুরের রাজধানী ইম্ফলের বেশ কয়েক এলাকায় ইতিমধ্যেই জারি হয়েছে কারফিউ। হিংসা থামাতে আগামী দু’দিন রাজ্যের সাতটি জেলায় বন্ধ থাকবে মোবাইলের ইন্টারনেট পরিষেবা। জিরিবাম জেলায় ৬ মেতেই নাগরিকের দেহ উদ্ধার ঘিরে নতুন করে আগুন জ্বলছে মণিপুরে। উত্তেজিত জনতা মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাড়িতেও হামলা চালায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Manipur, #Conrad Sangma, #NPP

আরো দেখুন