চলে গেলেন পথের পাঁচালির ‘দূর্গা’ উমা
চলে গেলেন পথের পাঁচালির ‘দূর্গা’ উমা
November 18, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: প্রয়াত হলেন সত্যজিতের ‘দুর্গা’ উমা দাশগুপ্ত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি পথের পাঁচালীকে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন সত্যজিৎ রায়। ছোট্ট দুর্গা আজও দর্শকদের মনে জীবন্ত। আজ, সোমবার সেই অভিনেত্রী চলে গেলেন। এদিন সকালে বাইপাসের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উমা দাশগুপ্ত।
সম্প্রতি তিনি পরিচালক কৌশিক গাঙ্গুলির ছবি ‘লক্ষ্মী ছেলে’তে অভিনয় করেছিলেন।