রাতভর বর্ণ্যাঢ্য শোভাযাত্রায় জমে উঠল কাটোয়ায় কার্তিকের লড়াই
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: কাটোয়া জমজমাট কার্তিক লড়াই চলল রবিবার রাতভর। বর্ণ্যাঢ্য শোভাযাত্রা, লক্ষ লক্ষ মানুষের সমাগমে উৎসবমুখর হয়ে উঠেছিল কাটোয়া। কয়েক লক্ষ টাকার বাণিজ্য হল তিনদিনের মেলায়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা হস্তশিল্পী এবং বিক্রেতারা লক্ষ্মীলাভ হওয়ায় খুশি। কোচবিহারের দিনহাটার বিখ্যাত শিতলপাটির তৈরি ব্যাগ, মুর্শিদাবাদের পাটের নানা সামগ্রী বিক্রি হল দেদার।
পুরানো কাটোয়া শহরেও কার্তিক লড়াই হত। বেহারারা কাঁধে হ্যাজাক জ্বেলে কার্তিক নিয়ে শোভাযাত্রা করতেন। হরেকরকম পান, বাদাম ভাজা, ছোটদের নানা খেলনা, গৃহস্থালীর টুকিটাকি, মাটির নানা সামগ্রী বিক্রি করত বিক্রেতারা। লড়াই দেখতে আসা নানা মানুষ তা কিনতেন। বদলেছে সময়। এখন থাকার পাশাপাশি বাহারি আলোকসজ্জা ও থিমের ছোঁয়া লেগেছে। কার্তিক পুজো উৎসবে পরিণত হয়েছে। এখন হস্তশিল্পীরা কার্তিক পুজোর উপলক্ষ্যে এসে নানা সামগ্রী বিক্রি করছেন। কলকাতা বাজনার পাশাপাশি আন্তর্জাতিক বাজনা আনা হচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচ করে। এবার তিনটি ক্লাব লক্ষাধিক টাকা খরচ করে একরাতের জন্য আন্তর্জাতিক ব্যান্ড এনেছে। আলোকসজ্জাতেও কয়েক গুণ বেড়েছে বাজেট। কাটোয়ার কার্তিক পুজোকে ঘিরে উৎসবে লক্ষ লক্ষ টাকা বাণিজ্য হচ্ছে।
শহরের কাছারি রোড, গোয়েঙ্কা মোড়, পুরসভা মোড়, সুবোধ স্মৃতি রোড-সহ বিভিন্ন এলাকায় রাস্তার দু’ধারে ফুটপাতে মেলা বসেছে। বিক্রেতারা বলছেন হাজার হাজার টাকার ব্যবসা হয়েছে একদিনে।
কার্তিক লড়াই উপলক্ষ্যে বহু মানুষের রোজগার হয়। মণ্ডপ সাজানোর কর্মী থেকে, ডেকোরেটর কর্মী, বাজনার বিভিন্ন দলগুলি বহু টাকা আয় করে। এই উৎসবকে কেন্দ্র করে বহু মানুষের সংসারে বাড়তি পয়সা আয় হয়েছে।