প্রবীণ যাত্রীদের নিয়ে তথ্য দিতে রাজি নয় রেল, কেন RTI-র জবাব এড়িয়ে গেল মন্ত্রক?

২০২৩-র এপ্রিল থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত কত প্রবীণ সফর করেছেন, তা জানতে চেয়ে ১৩ নভেম্বর আরটিআই করেছিলেন মধ্যপ্রদেশের বাসিন্দা চন্দ্রশেখর গৌড়।

November 19, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
প্রবীণ যাত্রী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রবীণ যাত্রী সংক্রান্ত এক আরটিআইয়ের জবাবই দিল না রেল। তবে কি তথ্য গোপন করতে চাইছে রেল? ২০২৩-র এপ্রিল থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত কত প্রবীণ সফর করেছেন, তা জানতে চেয়ে ১৩ নভেম্বর আরটিআই করেছিলেন মধ্যপ্রদেশের বাসিন্দা চন্দ্রশেখর গৌড়।

রেলমন্ত্রক জবাবে জানিয়েছে, প্রবীণ যাত্রী সংক্রান্ত তথ্য না-কি তারা সংগ্রহই করে না! প্রবীণ রেলযাত্রীদের টিকিট বিক্রি করে ওই সময়ের মধ্যে মোট কত টাকা আয় হয়েছে, সে পরিসংখ্যান নিয়েও মুখে কুলুপ দিয়েছে রেল।

২০২০-২১ থেকে ২০২৩-২৪ অর্থ বছর পর্যন্ত একাধিক দফায় এ সংক্রান্ত তথ্য সরবরাহ করেছে রেল বোর্ড। বিভিন্ন আরটিআইয়ের জবাবেই সে তথ্য দিয়েছে রেলই। এক আরটিআইয়ে রেল জানিয়েছিল, ২০২৩-২৪ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিক অর্থাৎ ২০২৩ সালের এপ্রিল থেকে জুনে রেলের আয় ছিল প্রায় ১ হাজার ৪০৭ কোটি ৮৯ লক্ষ টাকা। ২০২৩ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে জুলাই থেকে সেপ্টেম্বর তা কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৯১ কোটি ৩২ লক্ষ টাকা। প্রবীণ রেলযাত্রীর সংখ্যা কমেছে প্রায় ন’লক্ষ। এই খাতে রেলের আয়ও কমছে। কনসেশন বন্ধের জেরের প্রবীণ নাগরিকেরা রেল সফর এড়িয়ে যাচ্ছেন।

প্রবীণদের ট্রেনের টিকিটে ছাড় বন্ধ করে বেকায়দায় পড়েছে রেল। তহবিলও তলানিতে ঠেকেছে। প্রবীণ রেলযাত্রীদের টিকিটে ছাড় ফেরানোর ব্যাপারে সরকারের অন্দরেই প্রশ্ন উঠছে। সে’কারণেই কি মরিয়া হয়ে তথ্য আড়াল করছে রেল?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen