নবান্নে বৈঠকে আমন্ত্রণ BJP সাংসদকে, রাজ্য সরকারের সৌজন্যেও খুঁত খুঁজছে গেরুয়া শিবির
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিজেপি বিধায়ক–সাংসদরা বারবার অভিযোগ তোলেন, রাজ্য সরকার তাঁদের বৈঠকে ডাকেন না। প্রকল্প উদ্বোধনে আমন্ত্রণ করেন না। এবার আদিবাসী ও পিছিয়ে পড়া জনজাতির জন্য উপদেষ্টা পরিষদের বৈঠক হচ্ছে নবান্নে। আর সেই বৈঠকে আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি তথা মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুকে আমন্ত্রণ করল রাজ্য সরকার। এই বৈঠকে যোগ দিতে তাঁকে নবান্নে যেতে হবে।
এই ঘটনায় বিরোধীদের যাবতীয় অভিযোগ নস্যাৎ হয়ে গেল। দাবি রাজ্যের শাসক দলের। তৃণমূল বলছে, মা-মাটি-মানুষের সরকার সবাইকে নিয়ে চলাতেই বিশ্বাসী। সেখানে রাজ্যের প্রধান বিরোধী দল শুধু বিরোধিতার জন্যই বিরোধিতা আর সংকীর্ণ রাজনীতি করে। তারা অভিযোগ করে যে, গুরুত্বপূর্ণ বৈঠকে বিরোধীদের ডাকা হয় না। কিন্তু নবান্নের সরকারি বৈঠকে বিজেপির জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেন, তাঁর সরকারের কাছে উন্নয়নই অগ্রাধিকার।
কিন্তু সেই বৈঠকে যাচ্ছেন না খগেন মুর্মু। নানা অভিযোগ এবং যুক্তি দেখিয়ে যাচ্ছেন না বিজেপি সাংসদ। যা নিয়ে এখন প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস।
এদিকে এই বৈঠকে যোগ না দিয়ে বিজেপি সাংসদ রাজ্য সরকারের বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন। খগেন মুর্মুর যুক্তি, ওইসব বৈঠকে কাজের কাজ কিছুই হয় না। আর এখন তিনি ঝাড়খণ্ডে বিজেপির প্রচার নিয়ে ব্যস্ত। তাই নবান্নের বৈঠকে যাচ্ছেন না।
শাসকদলের কটাক্ষ, আমন্ত্রণ পেয়েও বৈঠকে আসেন না বিজেপি সাংসদ। আর শাসকদল বিরোধীদের উপেক্ষা করে বলে অভিযোগ। এ কেমন দ্বিচারিতা?