আদিবাসী ও পিছিয়ে পড়া উপজাতিদের উন্নয়নে চার মন্ত্রীকে নিয়ে বিশেষ কমিটি গড়লেন মুখ্যমন্ত্রী

আদিবাসী উন্নয়ন নিয়ে কেন্দ্রকেও নিশানা করেছেন মমতা।

November 19, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
আদিবাসী ও পিছিয়ে পড়া উপজাতিদের উন্নয়নে চার মন্ত্রীকে নিয়ে বিশেষ কমিটি গড়লেন মুখ্যমন্ত্রী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রায়ই জাতিগত শংসাপত্র পেতে হয়রানির অভিযোগ ওঠে। রাজ্যের হাজারও চেষ্টার পরেও কোথাও কোথাও আদিবাসীদের জমি জবরদখল করার অভিযোগ ওঠে। এ’সব যাবতীয় সমস্যার সমাধান, আদিবাসী ও পিছিয়ে পড়া উপজাতিদের সামগ্রিক উন্নয়নে চার মন্ত্রীকে নিয়ে বিশেষ কমিটি গড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নের সভাঘরে আদিবাসী উপদেষ্টা কমিটির সঙ্গে বৈঠকে বসেছিলেন মমতা। আদিবাসী উন্নয়নে একাধিক নির্দেশ দিয়েছেন তিনি।

জমি জবরদখল থেকে জাতি শংসাপত্র নিয়ে ওঠা একাধিক অভিযোগের সমাধানে বুলুচিক বরাইক, সন্ধ্যারানী টুডু, জ্যোৎস্না মান্ডি ও বীরবাহা হাঁসদাকে নিয়ে বিশেষ কমিটি গঠন করে দেন মমতা। আদিবাসী ভাষাভাষীদের একত্রিত করার নির্দেশ দিয়েছেন মমতা। জনসংযোগ বাড়াতে বিধায়কদের আদিবাসীদের ঘরে ঘরে পৌঁছনোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতার কথায়, “আদিবাসীদের জমি কেউ নিতে পারবে না। মানুষের উন্নয়নের জন্য কোনও রঙ দেখা হবে না। সকলের জন্য কাজ হবে। ঝাড়খণ্ড-ছত্তিশগড়ের মতো রাজ্যের থেকে বাংলায় আদিবাসীরা অনেক ভালো আছে।”

আদিবাসী উন্নয়ন নিয়ে কেন্দ্রকেও নিশানা করেছেন মমতা। অভিযোগ, কেন্দ্র থেকে টাকা পয়সা আসছে না। টাকা পয়সা চেয়েও মিলছে না। আদিবাসীদের জমি কেড়ে নেওয়ার অভিযোগ নিয়ে মমতার সাফ নির্দেশ, “ট্রাইবাল ল্যান্ড তাঁদের বাইরে কেউ নিতে পারবে না।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen