দেশ বিভাগে ফিরে যান

ভিড়ের চাপ সামলাতে ট্রেনে জেনারেল কোচ বা অসংরক্ষিত কামরার সংখ্যা বাড়ছে

November 20, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভিড়ের চাপ সামলাতে এবার জেনারেল কোচ বা অসংরক্ষিত কামরার সংখ্যা বাড়তে চলেছে ভারতীয় রেল। জেনারেল কোচে রিজার্ভেশন ছাড়াই সফর করতে পারেন যাত্রীরা। রেলওয়ে বোর্ডের কর্তা দিলীপ কুমার জানান, এবার থেকে দেশের সব গুরুত্বপূর্ণ ট্রেনে অতিরিক্ত ৪টি করে জেনারেল কোচ যোগ করা হচ্ছে।

জানা গিয়েছে, ১০ হাজার নতুন জেনারেল কোচ তৈরির কাজ চলছে। চলতি মাসের শেষে ৩৭০টি ট্রেনে হাজারটি নতুন বগি লাগানোর কাজ সম্পূর্ণ হয়ে যাবে। রেলওয়ে বোর্ড সূত্রে জানা গিয়েছে, ৫৮৩টি নতুন জেনারেল কোচ বিভিন্ন ট্রেনে ইতিমধ্যেই যুক্ত করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#unreserved compartments, #Indian Railway, #train

আরো দেখুন