কলকাতা বিভাগে ফিরে যান

কমবে শহরের যানজট? তপসিয়া অঞ্চলে নতুন সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে KMDA

November 21, 2024 | < 1 min read

তপসিয়া অঞ্চলে নতুন সেতু নির্মাণের উদ্যোগ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতাবাসীদের জন্য সুখবর, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি তপসিয়া অঞ্চলে নতুন একটি সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে। এতে শহরের যানজট কমানোর পাশাপাশি যাতায়াতের সুবিধা বাড়াবে। জানা গিয়েছে, জিজে খান রোড ও পূর্ব তপসিয়ার মধ্যে শহরতলির হেড কাট ক্যানালের উপর নতুন ব্রিজ তৈরি হবে। এ কাজে ১৯.৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

শহরে যান চলাচলকে আরও সহজ ও দ্রুত করতে একের পর এক সেতু নির্মাণের পরিকল্পনা চলছে। গড়িয়া ঢালাই সেতুর সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে। গড়িয়া ঢালাই সেতুকে ছ’লেনের করিডরে রূপান্তরিত করার প্রস্তাবও পেশ করা হয়েছে, যা যানজট কমাতে কার্যকরী হবে। তপসিয়াতে নতুন ব্রিজ তৈরি হলে শহরের যানজট কমবে। নতুন ব্রিজের নির্মাণ শহরের পরিবহণ ব্যবস্থাকে আরও উন্নত করবে। কলকাতা শহরের দক্ষিণ এবং পূর্ব অংশের মধ্যে যোগাযোগ আরও দ্রুত ও সহজ করবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#KMDA, #Topsia, #new bridge

আরো দেখুন