কলকাতা বিভাগে ফিরে যান

মেট্রো পরিষেবা চালু হবে ১৩ সেপ্টেম্বর থেকে

September 8, 2020 | 2 min read

চাকা ঘুরতে চলেছে মেট্রোর। আজ, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ‘ট্রায়াল রান’। আগামীকাল বুধবারও একইভাবে পরীক্ষা-নিরীক্ষা চালাবে মেট্রো কর্তৃপক্ষ। এই দু’দিন ট্রেন চলবে কবি সুভাষ থেকে নোয়াপাড়া পর্যন্ত। অর্থাৎ পরিষেবা চালুর আগে কলকাতার গর্ব পাতাল রেল দু’দিনের ‘রিহার্সাল’ সেরে নিচ্ছে। আনুষ্ঠানিকভাবে এই পরিষেবা চালু হবে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে। তবে ওইদিন শুধু নিট পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকরাই এই পরিষেবা পাবেন। স্টেশনে প্রবেশ করার সময় অ্যাডমিট কার্ড দেখানো বাধ্যতামূলক। তবে ভাড়ায় তাঁরা কোনও ছাড় পাবেন না। প্রত্যেককেই কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে স্মার্ট কার্ড। সাধারণ যাত্রীদের জন্য মেট্রোর দরজা খুলবে পরের দিন, অর্থাৎ ১৪ সেপ্টেম্বর।

তবে কর্তৃপক্ষ নিয়ন্ত্রিত পরিষেবা বজায় রাখবে বলে জানা গিয়েছে। সকাল ৮টা থেকে এই পথে সফর করতে পারবেন যাত্রীরা। নোয়াপাড়া ও কবি সুভাষ দুটি প্রান্তিক স্টেশন থেকেই শেষ মেট্রো ছাড়বে রাত ৭টায়। আগে দু’প্রান্তের অন্তিম স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়ত যথাক্রমে রাত ৯টা ৪৯ মিনিট এবং রাত ৯টা ৫৫ মিনিটে। প্রাক-করোনা পর্বে বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়াত ২০ সেকেন্ড। যাত্রীদের সুবিধার্থে নিউ নর্মালে সেই সময়সীমা আরও ১০ সেকেন্ড বাড়ানো হচ্ছে বলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে। ফলে যাত্রীরা ওঠা-নামার জন্য এবার থেকে ৩০ সেকেন্ড সময় পাবেন।

এই মুহূর্তে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের হাতে রয়েছে ২৯টি রেক। যার মধ্যে ২৩টি এসি এবং ছ’টি নন-এসি। তবে এই পর্বে অধিকাংশ সময়েই এসি গাড়ি চালানো হবে। করোনা আবহে অনেক বিশেষজ্ঞ এসি এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন। স্বভাবতই মেট্রোর এসি রেকে উঠতে জনতা কতটা স্বাচ্ছন্দ্যবোধ করবে, তা নিয়ে সংশয় রয়েছে। এ প্রসঙ্গে মেট্রোর এক কর্তা বলেন, আমরা এখন যতটা সম্ভব ভিড় এড়াতে চাইছি। স্বাভাবিকভাবে যাত্রীদের এসিতে না ওঠার মনোভাব তৈরি হলে, তা শাপে বর হবে। ভিড় কিছুটা হলেও কমবে। মেট্রো কর্তৃপক্ষের দাবি, আগে দিনের ব্যস্ত সময়ে একটি রেকে সাধারণত ২ হাজার থেকে ২২০০ যাত্রী সফর করতেন। করোনা পরিস্থিতিতে এই সংখ্যাকে ৪০০-র মধ্যে ধরে রাখার চেষ্টা করা হবে। অর্থাৎ পাঁচ ভাগের এক ভাগ যাত্রী নিয়ে ছুটবে মেট্রো। ওই কর্তার কথায়, দিনের ব্যস্ত সময়ে ১০ মিনিট এবং অন্যান্য সময়ে ১৫ মিনিট অন্তর মেট্রো চলবে। আজ ও আগামীকাল ট্রায়াল রানের সময় মেট্রো স্বাভাবিক গতিতে ছুটবে এবং প্রতিটি স্টেশনেই থামবে। সিগন্যালিং ব্যবস্থা, স্মার্ট গেট সহ যাবতীয় বিষয়গুলি যাচাই করে নিতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ। কারণ ছ’মাস পরিষেবা বন্ধ থাকায় বহু অংশেই মরচে ধরেছে। আজ ও কাল সেই সমস্ত ত্রুটি চিহ্নিত করে ফের মেট্রোকে পুরনো ছন্দে ফেরানোর প্রস্তুতি নেওয়া হবে।

এ প্রসঙ্গে কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ যোশী বলেন, পরিষেবা
চালুর জন্য প্রয়োজনীয় যাবতীয় কাজ শুরু হয়ে গিয়েছে। প্রতিটি স্টেশন ও রেক স্যানিটাইজ করার কাজ চলছে পুরোদমে। কারিগরি

বিষয়গুলি বিশেষজ্ঞরা খতিয়ে দেখছেন। আমরা আশাবাদী, আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে মেট্রো চলাচলের জন্য সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। ১১ এবং ১২ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে লকডাউন রয়েছে। তাই ১৩ সেপ্টেম্বর নিট পরীক্ষার্থী এবং ১৪ থেকে সাধারণ যাত্রীদের জন্য মেট্রো পরিষেবা চালু হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #Metro Railway

আরো দেখুন