দেশ বিভাগে ফিরে যান

শীতকালীন অধিবেশনেই ওয়াকফ সংশোধনী বিল পাস করাতে মরিয়া BJP, নজরে আর কী কী?

November 21, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে পেশ হবে ওয়াকফ সংশোধনী বিল। এই অধিবেশনেই বিলটি পাস করিয়ে নিতে চায় কেন্দ্র। জানা যাচ্ছে, শীতকালীন অধিবেশনে পেশ হতে চলা বিলগুলির সম্ভাব্য তালিকায় উপরের দিকেই রয়েছে ওয়াকফ বিল।

ক’দিন আগেই সংসদের আসন্ন শীতাকলীন অধিবেশেন ওয়াকফ সংশোধনী বিল পাস হবে বলে দাবি করেছিলেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজুজু। শীতকালীন অধিবেশনে যে সমস্ত বিল আসতে চলেছে বুধবার তার তালিকা প্রকাশ করেছে সচিবালয়। তালিকায় ওয়াকফ (সংশোধনী) বিলও রয়েছে। বিলটি এখন সংসদের যৌথ সংসদীয় কমিটির কাছে রয়েছে। আজ বৃহস্পতিবার, যৌথ কমিটির বৈঠকও রয়েছে। শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহে ওয়াকফ সংশোধনী বিলের উপর রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে জেপিসির।

এর আগে যৌথ সংসদীয় কমিটির বৈঠকে ওয়াকফ বিল নিয়ে আলোচনাকে কেন্দ্র করে শাসক-বিরোধী সংঘাত বারবার তীব্র হয়েছে। যৌথ সংসদীয় কমিটির প্রতিটি বৈঠকই উত্তাল হয়েছে। কমিটির চেয়ারপার্সন জগদম্বিকা পালের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। কমিটির বৈঠক না হতেই পেশ হতে চলা বিলের তালিকায় ওয়াকফ বিলকে রাখা নিয়ে আলোড়নের সৃষ্টি হয়েছে। তবে বিল পেশ হলে উত্তাল হতে পারে সংসদ। এবারের সংসদের অধিবেশনের বিলের তালিকায় এক দেশ, এক নির্বাচন, সংক্রান্ত কোনও বিল নেই। তা নিয়েও প্রশ্ন উঠছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Parliament, #bjp, #parliament winter session, #Waqf bill, #WAKAF BILL

আরো দেখুন