জমে উঠেছে রাসমেলা, কোচবিহারে মদনমোহন মন্দিরে যাত্রাপালা দেখার পাশাপাশি চলছে কেনাকাটাও
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: কোচবিহারে মদনমোহনের রাসযাত্রা উপলক্ষ্যে গভীর রাতেও জমজমাট থাকছে মন্দির ও রাসমেলা চত্বর। মদনমোহন মন্দিরে রাত জেগে চলছে যাত্রা দেখা, সেই সঙ্গে রাসমেলায় অনেক রাত পর্যন্ত চলছে কেনাকাটা।
মন্দির প্রাঙ্গণে ম্যারাপের নীচে ত্রিপলের উপরে বসে প্রচুর মানুষের ভিড় যাত্রা দেখছেন। মদনমোহন মন্দিরের কর্মীদের দাবি, প্রতি দিনই রাতে যাত্রা দেখতে, কীর্তন শুনতে বহু মানুষের ভিড় করছেন। একই সঙ্গে রাসমেলা ময়দানেও বহু মানুষ ঘুরে বেড়াচ্ছে রাতে। অনেকে আবার খাওয়াদাওয়া সেরে ফাঁকায় ফাঁকায় ঘুরে দেখবেন বলে রাসমেলায় আসেছেন বেশি রাত করে। এঁরা মূলত আশপাশের বাসিন্দা। পুলিশ মোতায়ন রয়েছে, রাতের রাসমেলার দিকে সতর্ক দৃষ্টি রাখছেন তাঁরা। এলাকার বহু দোকানপাট খোলা থাকছে। মানুষ রাসমেলা ঘুরে বাড়ি ফেরার পথে খাবার কিনে নিয়ে যাচ্ছেন। দেখা যাচ্ছে, অনেকে রাসমেলার দিকে যাচ্ছেন। আলোয় উজ্জ্বল রাতের রাসমেলা দেখাই তাঁদের লক্ষ্য।
মদনমোহন মন্দিরের কর্মীরা বলছেন এবারের যাত্রা, কীর্তনে রাত পর্যন্ত মানুষের ভিড় থাকছে। প্রতিদিনই যাত্রা রীতিমতো জমে উঠছে। বহু মানুষ আসছেন। স্থানীয় ও কলকাতার যাত্রা, কীর্তন, বাউলের অনুষ্ঠানগুলি আগামী দিনেও জমজমাট হবে বলে আশা মন্দির কর্তৃপক্ষের। এছাড়াও স্থানীয় যাত্রাও রয়েছে। ভাওয়াইয়া সঙ্গীত এবং অন্যান্য অনুষ্ঠানও রয়েছে।