নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নয়! কোথায় হবে ৩০তম KIFF-র উদ্বোধন?

বলিউডের তারকারা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে আসেন। এখনও পর্যন্ত এবারের অতিথি তালিকা ঠিক হয়নি বলে খবর।

November 22, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আগামী ৪ ডিসেম্বর থেকে। ফি বছর চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কিন্তু এ বছর আলিপুরের ধন ধান্য প্রেক্ষাগৃহে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা বেশি। বলিউডের তারকারা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে আসেন। এখনও পর্যন্ত এবারের অতিথি তালিকা ঠিক হয়নি বলে খবর।

ইন্ডোর স্টেডিয়ামের বদলে ধন ধান্য প্রেক্ষাগৃহ কেন? বিশ্বমানের এই প্রেক্ষাগৃহ এখন কলকাতা শহরের একটি আইকনিক স্থান হয়ে উঠেছে। বেশিরভাগ সরকারি অনুষ্ঠানই এখন এই প্রেক্ষাগৃহে হয়। ফলে উদ্যোক্তাদের প্রথম পছন্দ হিসেবে উঠে এসেছে ধন ধান্য। সূত্রের খবর, উদ্বোধনী অনুষ্ঠানের জন্য রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহও রয়েছে পছন্দের তালিকায়। জানা গিয়েছে, এবছর চলচ্চিত্র উৎসবে বিশেষ স্ক্রিনিং ও প্রদর্শনীর মাধ্যমে তপন সিনহার জন্মশতবার্ষিকী উদযাপন হবে। উদ্বোধনী ছবি হিসাবে রবি ঘোষ অভিনীত ‘গল্প হলেও সত্যি’কে বেছে নেওয়া হয়েছে।

৪ ডিসেম্বর শুরু হয়ে ১১ তারিখ পর্যন্ত চলবে এবারের চলচ্চিত্র উৎসব। ইতিমধ্যেই আন্তজার্তিক বিভাগ, ভারতীয় ভাষার ছবি, নেটপ্যাক, ছোট ছবি ও বেঙ্গলি প্যানোরামা বিভাগে মনোনীত সিনেমার তালিকা প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে ১৪টি ছবি মনোনীত হয়েছে। ফ্রান্স, বুলগেরিয়া, জাপান-সহ বিভিন্ন দেশের ছবি রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen