রাজ্য বিভাগে ফিরে যান

কালনার নান্দাইয়ে শুরু হয়েছে জয় জোহার মেলা

November 21, 2024 | < 1 min read

জয় জোহার মেলা, ছবি সৌজন্যে: স্বপন দেবনাথ/ ফেসবুক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আদিবাসীদের জন্যই রাজ্য জুড়ে মেলার আয়োজন করেছে রাজ্য সরকার। রাজ্যের আদিবাসী অধ্যুষিত জেলাগুলিতে ‘জয় জোহার মেলা’র আয়োজন করা হচ্ছে। বীর বিরসা মুণ্ডার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বুধবার থেকে কালনা-১ ব্লকের নান্দাই পঞ্চায়েতের ব্রিজমাঠেও জয় জোহার মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত মেলা চলবে। এদিন প্রদীপ জ্বেলে মেলার সূচনা করেন মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি ছাড়াও সাংসদ শর্মিলা সরকার, বিডিও সুপ্রতীক সাহা, সহকারী বিদ্যালয় পরিদর্শক প্রিয়ব্রত মুখোপাধ্যায় সহ অন্যরা উপস্থিত ছিলেন।

এদিন সেখানে আদিবাসী ছেলেমেয়েদের বিভিন্ন ক্রীড়া, নাচ, গান, তির ছোড়া সহ নানা অনুষ্ঠান হয়। প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে ব্লকের ৫০টি সঙ্ঘকে ৫০০টি মুরগির বাচ্চা বিলি করা হয়। মেলায় সরকারি প্রকল্পের ১১টি স্টল খোলা হয়। মঞ্চ থেকে সাংসদের কাছে কালনা-১ ব্লকে একটি আদিবাসী সংস্কৃতি চর্চা কেন্দ্র ও কমিউনিটি হল গড়ার প্রস্তাব দেন মন্ত্রী। সাংসদ তাতে সম্মতি দেন। স্বপনবাবু বলেন, আদিবাসীদের সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচার ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Kalna, #Joy Johar Mela, #Nandai

আরো দেখুন