রাজ্য বিভাগে ফিরে যান

মুখ্যমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে অর্থ কমিশন

November 22, 2024 | < 1 min read

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অর্থ কমিশনের শীর্ষ প্রতিনিধিরা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ওই অর্থ কমিশনের আওতায় পাঁচ বছরের জন্য কেন্দ্রীয় বরাদ্দের রূপরেখা চূড়ান্ত হবে। ফলে আসন্ন বৈঠককে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ডিসেম্বরের প্রথম সপ্তাহে রাজ্যে আসার কথা রয়েছে কমিশন-কর্তাদের। সব ঠিক থাকলে ৩ ডিসেম্বর নবান্নে ওই বৈঠকটি হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের তরফে বৈঠকে থাকতে পারেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্যসচিব মনোজ পন্থ, অর্থসচিব প্রভাত মিশ্র-সহ অনেকেই।

আধিকারিকদের একাংশ জানাচ্ছেন, চলতি পঞ্চদশ অর্থ কমিশনের মেয়াদ ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত। ইতিমধ্যেই ২০২৩ সালের ৩১ ডিসেম্বর অরবিন্দ পানাগড়িয়ার পৌরহিত্যে গঠিত হয়েছে ষোড়শ অর্থ কমিশন। পঞ্চদশ অর্থ কমিশনের মেয়াদ শেষে ষোড়শ অর্থ কমিশন কার্যকর হবে। তার আগে রাজ্যগুলির সঙ্গে কথা বলে, তাদের চাহিদা, সমস্যা, এতদিনের কাজকর্ম সব বুঝে অর্থ বরাদ্দের প্রস্তাব করবে সেই কমিশন। পরবর্তী পাঁচ বছর ধরে যা চলতে থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bengal govt, #Meeting, #West Bengal, #Mamata Banerjee, #finance commission

আরো দেখুন