কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও থাকছে না বাংলাদেশ

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে ৪ ডিসেম্বর। চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত৷

November 22, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্য: PTI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)ঘিরে এখন শেষ মুহূর্তের ব্যস্ততা। আগামী মাসের গোড়াতেই শুরু হচ্ছে ছবি উৎসব। প্রতিবারের মতো এই বছরও ছবি উৎসবে অংশ নেবে দেশ-বিদেশের প্রায় ২০০টি ছবি। কিন্তু দুর্ভাগ্যবশত এই বছর কিফে বাংলাদেশের কোনও প্রতিনিধি থাকবে না। ফলে কলকাতার বাংলাদেশি সিনেমাপ্রেমী ভক্তরা দেখতে পাবেন না তাদের মন ভালো করা ছবি।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে ৪ ডিসেম্বর। চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত৷ এবারের উৎসবেও ১৫টি বিভাগ থাকছে৷ যেমন- ইন্টারন্যাশনাল কম্পিটিশন, ন্যাশনাল কম্পিটিশন, এশিয়ান সেলেক্ট, বেঙ্গলি-প্যানোরমা, সিনেমা ইন্টারন্যাশনাল, স্পেশাল স্ক্রিনিং, আনহার্ড ইন্ডিয়া (ইন্ডিয়ান রেয়ার ল্যাঙ্গুয়েজ), পরিবেশমূলক ছবি, ক্রীড়া বিষয়ক ছবি, জন্মশতবর্ষের ছবি, বিশেষ শ্রদ্ধার্ঘ্য, ন্যাশনাল কম্পিটিশন অন শর্ট ডকুমেন্টরি ফিল্ম, রেট্রোস্পেকটিভ, সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার। এ ছাড়া থাকছে মাস্টার ক্লাস, সেমিনার, ওয়ার্কশপ, রেট্রোস্পেকটিভ, ট্রিবিউট-সহ বেশ কিছু বিভাগ৷

ইতিমধ্যেই আন্তজার্তিক বিভাগ, ভারতীয় ভাষার ছবি, নেটপ্যাক, ছোট ছবি ও বেঙ্গলি প্যানোরামা বিভাগে মনোনীত সিনেমার তালিকা প্রকাশ হয়েছে। আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে থাকছে ১৪টি ছবি মানানীত। ফ্রান্স, বুলগেরিয়া, জাপানসহ বিভিন্ন দেশের সিনেমাও রয়েছে। ইরানি চলচ্চিত্র পরিচালক জাফর পনাহির সম্পাদনায় নাদের সেইভারের পরিচালনায় তৈরি ‘দ্য উইটনেস’ ছবিটি রয়েছে প্রতিযোগিতায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen