উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

নভেম্বরেই তুষারপাত সান্দাকফুতে, আনন্দে মাতলেন পর্যটকরা

November 22, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নভেম্বরের শীতেই এ বার তুষারপাতের স্বাদ পেলেন দার্জিলিংয়ের পর্যটকরা। বৃহস্পতিবার দুপুর থেকে বরফে সাদা হয়ে গিয়েছে সান্দাকফু। এই সময়ে যাঁরা পাহাড়ে ঘুরতে যান, তাঁরা বরফের আশা খুব একটা করেনও না। ফলে বৃহস্পতিবারের সান্দাকফু পর্যটকদের কাছে অপ্রত্যাশিত আনন্দ বয়ে এনেছে।

২০ ডিসেম্বরের পর পাহাড়ে পর্যটকদের জন্য ঠাঁই পাওয়াই মুশকিল হয়ে পড়বে বলে মনে করছে পর্যটনমহল৷ সম্প্রতি সিকিমের ছাঙ্গু, পেলিং, লাচেন, লাচুং সীমানা-সহ একাধিক জায়গায় তুষারপাত হয়েছে৷ আর শৈলরানিতেও পারদ নেমেছে ব্যাপক৷ পাহাড়ে এখন জাঁকিয়ে শীত৷ পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা ছিল৷ আর তা-ই সত্যি হল৷ সান্দাকফুতে তুষারপাত বাড়তি পাওনা পর্যটকদের কাছে৷ এই কারণেই এবার পাহাড়ে ওই তুষারপাতের খবরে ব্যাপক ঢল নামবে পর্যটকদের। এমনই আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা৷

TwitterFacebookWhatsAppEmailShare

#november, #snowfall, #Sandakphu, #tourists

আরো দেখুন