দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

দমদমের পরিবর্তে নোয়াপাড়া স্টেশনে যাত্রা শেষ করবে অধিকাংশ মেট্রো, ক্যান্টনমেন্ট মেট্রোপথ চালুর লক্ষ্যেই কি এই পরিবর্তন?

November 24, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহ থেকে দমদমের পরিবর্তে নোয়াপাড়া স্টেশনে যাত্রা শেষ করবে অধিকাংশ মেট্রো। এখন সপ্তাহের কাজের দিনগুলিতে সংশ্লিষ্ট মেট্রো করিডরে সারাদিনে ২৯০টি পরিষেবা মেলে। এর মধ্যে দমদম মেট্রো স্টেশনে উত্তরমুখী যাত্রা শেষ করে ১৫৮টি। বাকি ১৩২টি পরিষেবা চলে উত্তরমুখী প্রান্তিক স্টেশন দক্ষিণেশ্বর পর্যম্ত। মেট্রোর জেনারেল ম্যানেজার (জিএম) পি উদয়কুমার রেড্ডির নির্দেশ মোতাবেক এবার থেকে সারাদিনে ১৫৮টি মেট্রো নোয়াপাড়া পর্যন্ত চলবে। দিনের ব্যস্ত সময়ে দক্ষিণেশ্বর থেকে ভিড়ে ঠাসা মেট্রো যখন দমদমে ঢোকে, বহু যাত্রী উঠতেই পারেন না।

সেই ভয়ানক ভিড় এ‌ড়াতে অনেকেই দক্ষিণেশ্বর থেকে আসা মেট্রো ছেড়ে দিয়ে খানিক অপেক্ষা করে দমদম থেকে কবি সুভাষের উদ্দেশে ছাড়ছে যে মেট্রো, তাতেই উঠতেন। সেই রেকগুলি এবার নোয়াপাড়ায় যাত্রী তুলে আসবে। ফলে যাত্রীদের একাংশের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। মেট্রো কর্তাদের একাংশের দাবি, নোয়াপাড়া একটি জংশন স্টেশন। সেখান থেকে বিমানবন্দর পর্যন্ত পৃথক লাইন রয়েছে। নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত মেট্রোপথ কার্যত তৈরি হয়ে পড়ে রয়েছে। কয়েকমাস আগে কমিশনার অব রেলওয়ে সেফ্টি (সিআরএস) এই রুটে পরিদর্শন সারেন। জানা গিয়েছে, নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট মেট্রোপথ চালুর লক্ষ্যেই নর্থ-সাউথ রুটে এই বদল আসতে চলেছে।

বৃহস্পতিবার দেখা গিয়েছে, নোয়াপাড়া স্টেশন থেকে মেট্রো রেক ঘোরানোর ট্রায়াল শুরু হয়েছে। শুক্রবারও তা চলবে। শনিবার এবং রবিবার যাত্রী সংখ্যা কম থাকায় মহড়া চলবে। সেই মেট্রো দমদমের বদলে নোয়াপাড়ায় শেষ হবে। সেখানে কোনও ত্রুটি থাকছে কিনা সেটাও দেখা হবে। সবটা ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকেই নোয়াপাড়া থেকে মেট্রো চালানো হবে বলে সূত্রের খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

#dum dum, #Noapara Station, #Cantonment Metro

আরো দেখুন