রাজ্য বিভাগে ফিরে যান

বাংলায় সবুজ ঝড়, উপনির্বাচনে জামানত হারলেন কারা?

November 23, 2024 | < 1 min read

উপ নির্বাচনেও ভরাডুবি, সব আসনেই জামানত বাজেয়াপ্ত বাম-কংগ্রেসের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উনিশ, একুশ, চব্বিশের লোকসভার ধারা বজায় রেখে উপনির্বাচনেও বাংলায় বাম-কংগ্রেস প্রান্তিক শক্তিতে পরিণত হল। কোনও আসনেই তাদের অস্তিত্ব পাওয়া যায়নি। একমাত্র হাড়োয়া আসনে বাম সমর্থিত আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম দ্বিতীয় স্থানে রয়েছেন। কেবল এই একটি আসনেই জামানত রয়েছে বাম জোটের। বাকি পাঁচ আসনেই জামানত খুইয়েছে বামেরা। পৃথকভাবে লড়ে ছ’টি আসনেই জামানত জব্দ হয়েছে কংগ্রেসের।

বামফ্রন্ট তথা বাম সমর্থিত প্রার্থীদের মধ্যেই কোচবিহারের সিতাই কেন্দ্রের ফরওয়ার্ড ব্লক প্রার্থী অরুণ কমার বর্মা, মাদারিহাট বিধানসভা কেন্দ্রে আরএসপি প্রার্থী পদ্ম ওরাওঁ, নৈহাটিতে সিপিআই(এমএল) প্রার্থী দেবজ্যোতি মজুমদার, মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে সিপিআই প্রার্থী মণিকান্ত খামরুই, বাঁকুড়ার তালডাংরা বিধানসভায় সিপিআই(এম) প্রার্থী দেবকান্তি মহান্তি জামানত রক্ষা করতে পারেননি।

অন্যদিকে কংগ্রেসের ছয় প্রার্থী, কোচবিহারের সিতাইয়ে হরিহর রায় সিংহ, আলিপুরদুয়ারের মাদারিহাটে (এসটি) বিকাশ চম্প্রমারি, উত্তর ২৪ পরগনার নৈহাটিতে পরেশনাথ সরকার এবং হাড়োয়ায় হাবিব রেজা চৌধুরী, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর বিধানসভা আসনে শ্যামলকুমার ঘোষ, বাঁকুড়ার তালড্যাংরায় তুষারকান্তি সন্নিগ্রাহীর জামানত জব্দ হয়েছে।

উত্তরবঙ্গের মাদারিহাটে নোটায় পড়েছে ২,৮৫৬ ভোট। আরএসপি এবং কংগ্রেস যথাক্রমে পেয়েছে ৩,৪১২ এবং ৩,০২৩ ভোট। কোচবিহারের সিতাইয়ে ফরওয়ার্ড ব্লক পেয়েছে ৩,৩১৯ ভোট। নোটায় পড়েছে ১,৩১৭ ভোট। নৈহাটি আসনে নোটায় মোট ভোট পড়েছে ১,৭২৮টি। কংগ্রেস ভোট পেয়েছে ৩,৮৮৩টি। ভোটের মাঠে বামেদের সঙ্গে ‘বন্ধুত্ব’ করা লিবারেশন এখানে প্রার্থী দিয়েছিল। কংগ্রেসের তুলনায় ভাল ফল করেছে লিবারেশন। তারা পেয়েছে ৭,৫৯৩ ভোট। মেদিনীপুরে নোটায় পড়েছে ২,৬২৪ ভোট। কংগ্রেস পেয়েছে ৩,৯৫৯ ভোট। হাড়োয়ায় নোটায় পড়েছে ১,০২৭টি ভোট। কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ৩,৭৬৫টি ভোট। তালড্যাংরায় নোটায় গিয়েছে ২,৪৪৬টি ভোট। কংগ্রেস পেয়েছে ২,৮২২ ভোট।

TwitterFacebookWhatsAppEmailShare

#Cpim, #politics, #by election results, #West Bengal, #Congress

আরো দেখুন