কলকাতা বিভাগে ফিরে যান

উলটোডাঙার কৃষ্ণ পল্লী বস্‌তিতে আগুন, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন

November 24, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সাতসকালে ফের শহরে অগ্নিকাণ্ড। রবিবার রেললাইনের ধারের উলটোডাঙার কৃষ্ণ পল্লী বস্‌তিতে আগুন লাগে। ভস্মীভূত হয়ে গিয়েছে ১০-১২টি ঝুপড়ি। ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন। নিয়ন্ত্রণে আনা হয়েছে আগুন। তবে ফায়ার পকেটগুলো নেভানোর কাজ চলছে। কী থেকে আগুন তা এখনও স্পষ্ট নয়। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। আতঙ্কের পরিবেশ এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, সকাল ৭ নাগাদ হঠাৎ আগুন দেখতে পারেন তাঁরা। চারদিক ধোঁয়ায় ঢেকে যায়। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। বাসিন্দারাই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর যায় দমকলে। ঘটনাস্থলে উপস্থিত হয় ৬টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন দমকল কর্মীরা। দমকল ও স্থানীয়দের চেষ্টায় প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে দমকল ঠিক সময়ে না এসে পৌঁছলে আগুনে আরও বড়সড় ক্ষতি হতো বলে মনে করছেন স্থানীয়রা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Fire, #Kolkata Fire, #Ultadanga, #Fire Brigade

আরো দেখুন