ঘুষ মামলায় আদানিদের বাড়িতে নোটিশ পাঠিয়ে তলব মার্কিন SEC-র
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ঘুষ দেওয়ার মামলায় এবার গৌতম আদানি ও সাগর আদানিকে তলব নোটিশ পাঠাল মার্কিন যুক্তাষ্ট্রের সিকিউরিটি ও এক্সচেঞ্জ কমিশন। আমদাবাদে তাঁদের বাড়িতে এই তলব নোটিশ পাঠানো হয়েছে। ২১ দিনের মধ্যে এই নোটিশে সাড়া দিতে বলা হয়েছে গৌতম এবং সাগর আদানিকে। শান্তিবন ফার্মে গৌতম আদানির বাসভবন ও বোড়াকেভে সাগর আদানির বাড়িতে এসে পৌঁছেছে সমনের বিজ্ঞপ্তি। নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টে ২১ নভেম্বর দুই শিল্পপতিকে তলবের ওই বিজ্ঞপ্তি জারি করা হয়।
উল্লেখ্য, ভারতের সরকারি আধিকারিকদের ২৬.৫ কোটি ডলারের ঘুষের প্রস্তাব দেওয়া অভিযোগ উঠেছে আদানির বিরুদ্ধে। এই আবহে মার্কিন মুলুকে একটি মামলায় ভাইপো সহ অভিযুক্ত হয়েছেন ধনকুবের গৌতম আদানি এবং তাঁর ভাইপো সহ বেশ কয়েকজন ভারতীয় ব্যবসায়ীর। রিপোর্ট অনুযায়ী, মার্কিন বিনিয়োগকারীদের প্রতারণা এবং কর্মকর্তাদের ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ এনে আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে অভিযোগ এনেছে মার্কিন বিচার বিভাগ এবং মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।