পারথে ভারতীয় হিসাবে সর্বোচ্চ রান করে একগুচ্ছ রেকর্ড গড়লেন যশস্বী, আউট হলেন ১৬১ রানে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে নেমে গাভাসকরের নজির ভেঙে দিলেন যশস্বী জয়সওয়াল। তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে জীবনের প্রথম অস্ট্রেলিয়া সফরের প্রথম ম্যাচে সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন। অস্ট্রেলিয়ায় অভিষেক টেস্টে সর্বোচ্চ ১১৩ রান করার নজির ছিল সুনীল গাভাসকরের দখলে। রবিবার সেই নজিরও ফিকে হয়ে গেল যশস্বীর দাপটে।
২৯৭ বলে ১৬১ রান করে আউট হলেন যশস্বী। এই সময়ে তিনি ১৫টি চার ও তিনটি ছক্কা মারেন। ৯৩.৫ ওভারে মিচেল মার্শের বলে স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান যশস্বী জয়সওয়াল।
পারথে ভারতীয় হিসাবে এটাই সর্বোচ্চ রান। অস্ট্রেলিয়ার মাটিতে সেরা ওপেনিং পার্টনারশিপ। অজিভূমে জীবনের প্রথম টেস্ট খেলতে নেমেই সেঞ্চুরি। একাই একসঙ্গে এতগুলো রেকর্ড গড়ে ফেলেছেন যশস্বী জয়সওয়াল।
জীবনে প্রথমবার মাত্র ২২ বছর বয়সে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে নামা, তাও পারথের পিচে। পেসারদের দাপটে যেখানে ভয়ে কাঁপেন ব্যাটাররা। প্রথম ইনিংসে পারথের জুজু কাবু করে ফেলেছিল যশস্বীকেও। খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল। কিন্তু একদিনের মধ্যেই ভুল শুধরে নিলেন ভারতের তরুণ তুর্কি। স্বভাববিরুদ্ধভাবে ৫০-এর কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাট করলেন স্টার্ক-কামিন্সদের বিরুদ্ধে। তাতেই একগুচ্ছ রেকর্ড গড়ে ফেললেন ভারতের তরুণ ওপেনার। প্রথম ভারতীয় হিসাবে পারথে ১৫০ করলন তিনি।
অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের সেরা ওপেনিং জুটি হিসাবেও নতুন রেকর্ড গড়লেন তিনি। এর আগে অস্ট্রেলিয়ায় ভারতের সেরা ওপেনিং পার্টনারশিপ ছিল ১৯১ রানের, গাভাসকরের সঙ্গে কৃষ্ণমাচারি শ্রীকান্তের জুটিতে। কে এল রাহুলের সঙ্গে জুটিতে তুললেন ২০১ রান।