দেশ বিভাগে ফিরে যান

২৬ তারিখ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন হেমন্ত, উপস্থিত থাকতে পারেন মমতা, রাহুল, অখিলেশ, কেজরিওয়ালরা

November 24, 2024 | < 1 min read

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হেমন্ত সোরেন। ফাইল চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হেমন্ত সোরেন ২৬ নভেম্বর চতুর্থবারের মতো ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন বলে সূত্রের খবর।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল, আরজেডি নেতা তেজস্বী যাদব এবং ইন্ডিয়া জোটের অন্যান্য শীর্ষ নেতারা এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে জানা যাচ্ছে।

ঝাড়খণ্ডে ‘ইন্ডিয়া’র কাছে পর্যুদস্ত হয়েছে নরেন্দ্র মোদী-অমিত শাহের দল। অথচ লোকসভা ভোটে আদিবাসী প্রভাবিত ওই রাজ্যে জয় পেয়েছিল তারা। ঝাড়খণ্ডে অঙ্ক কষে জেএমএমে ভাঙন ধরিয়ে চম্পই সোরেনকে দলে টেনে, বিদ্রোহী বাবুলাল মরান্ডিকে ফিরিয়ে এনে, সুদেশ মাহাতোর আজসুর (অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন) সঙ্গে জোট গড়েও সুবিধা করতে পারেনি বিজেপি। কংগ্রেস-আরজেডি-নকশালপন্থীদের সঙ্গে নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে রাঁচীর কুর্সি পুনর্দখল করে নতুন নজির গড়েছেন ঝাড়খণ্ড আন্দোলনের ‘গুরুজি’ শিবু সোরেনের পুত্র হেমন্ত।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Jharkhand, #Hemant Soren, #Jharkhand CM

আরো দেখুন