কবে থেকে কলকাতায় বহু প্রতীক্ষিত পার্পল লাইন চালু হবে, জানিয়ে দিল মেট্রো রেল কর্তৃপক্ষ

এখন যেখানে ময়দান বা বিধান মার্কেট, সেখানেই তৈরি হওয়ার কথা পার্পল লাইনের এসপ্ল্যানেড স্টেশন।

November 24, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভারতীয় সেনাবাহিনী থেকে সবুজ সঙ্কেত পাওয়ার পরেই পুরোদমে এসপ্ল্যানেড স্টেশন তৈরির কাজ শুরু হলো। কলকাতা মেট্রোর পার্পল অর্থাৎ জোকা–বিবাদী বাগ লাইনে এসপ্ল্যানেড স্টেশন শেষ পর্যন্ত তৈরি সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় ছিল। ভারতীয় সেনা অত্যন্ত ইতিবাচক ভূমিকা নেওয়ার পরই পার্পল লাইনে এসপ্ল্যানেড স্টেশনের ডায়াফ্রাম ওয়াল তৈরির কাজ শুরু করল নির্মাণকারী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)। এখন যেখানে ময়দান বা বিধান মার্কেট, সেখানেই তৈরি হওয়ার কথা পার্পল লাইনের এসপ্ল্যানেড স্টেশন।

মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আর মাত্র মেরেকেটে চার থেকে সাড়ে চার বছরের অপেক্ষা। তারপরই পুরো দমে চালু হয়ে যাবে কলকাতা মেট্রো রেলের পার্পল লাইন। সূত্রের খবর, এই অংশে মোট ১৪ কিলোমিটার পথ রয়েছে। সব কিছু ঠিক থাকলে সেই পথের নির্মাণকাজ ২০২৮ সালের শেষ অথবা ২০২৯ সালের প্রথম দিকেই শেষ হয়ে যাবে।

কলকাতায় মেট্রো রেলের সিপিআরও কৌশিক মিত্র জানিয়েছেন, পার্পল লাইনের জন্য মেট্রোর এসপ্ল্যানেড স্টেশনের একাংশের নির্মাণকাজও শুরু করে দেওয়া হয়েছে। ওই এলাকা থেকে এল-২০ বাস স্ট্যান্ডটিও অন্যত্র সরানোর জন্য আলোচনা শুরু করেছেন। সেটিকে কার্জন পার্কে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে। ২০২৫ সালের মার্চ মাসের মধ্যেই টিবিএম-গুলি কাজ করা শুরু করে দেবে।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন