খেলা বিভাগে ফিরে যান

যশস্বী, কোহলির জোড়া সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সামনে বিরাট রানের চ্যালেঞ্জ রেখে চালকের আসনে ভারত

November 24, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: যে টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে অলআউট হয়ে গিয়েছিল, তৃতীয় দিনের শেষে তাদের সামনেই জেতার জন্য আর মাত্র ৭ উইকেট দরকার। হাতে এখনও ২ দিন বাকি রয়েছে। যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলির শতরানে ভারতীয় দল পাহাড়প্রমাণ ৫০০ রানেরও বেশি লিড নেয়, একপ্রকার জয়ের দোরগোড়ায় টিম ইন্ডিয়া বলা যায়। এই পরিস্থিতিতে চলতি সিরিজের প্রথম টেস্ট ম্যাচ টিম ইন্ডিয়া যে কার্যত নিজেদের পকেটে পুরে ফেলেছে, তা বলা যেতেই পারে।

প্রথম ইনিংসে যশস্বী জয়সওয়াল করেছিলেন ০, আর বিরাট কোহলি করেছিলেন পাঁচ রান মাত্র। যশস্বী ধারাবাহিকতার মধ্যেই ছিলেন, ফলে তিনি রান পেতেন। তবে অজিদের তিনি দ্বিতীয় ইনিংসে নাস্তানাবুদ করে ছেড়ে দিলেন। দ্বিতীয় ইনিংসে করলেন ১৬১ রান। সঙ্গ দিলেন বিরাট কোহলিও তিনিও করলেন অপরাজিত শতরান, আর তাতেই দ্বিতীয় ইনিংসে কামব্যাকের দুরন্ত নজিরের সাক্ষী থাকল পার্থ।

দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়া ৬ উইকেটে ৪৮৭ রান তুলে ডিক্লেয়ার করে দেয়। আর দিনের শেষে আরও একবার ম্য়াজিক দেখালেন জসপ্রীত বুমরাহ। জোড়া উইকেট শিকার করে তিনি অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ঠেলে দিয়েছেন। সঙ্গে যোগ্য সঙ্গত দিলেন মহম্মদ সিরাজও। তিনিও একটা উইকেট শিকার করেছেন। আপাতত দেখে মনে হচ্ছে এই টেস্ট ম্যাচ ভারতের দখলেই রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Team India, #IND vs AUS, #perth test

আরো দেখুন