রাজ্য বিভাগে ফিরে যান

মাদারিহাট হাতছাড়া! এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিধানসভায় BJP-র শক্তি কত?

November 25, 2024 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হারাধনের সন্তানের মতোই দশা হয়েছে বঙ্গ বিজেপির। ধাপে ধাপে কমছে বিধায়ক সংখ্যা।
২০২১-র নির্বাচনে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির সদস্য সংখ্যা হয় ৭৭। তারপর রাজনীতির গঙ্গায় অনেক জল গড়িয়েছে। একে একে শক্তি খুইয়েছে গেরুয়া শিবির। সদ্য সমাপ্ত উপনির্বাচনের পর বিধানসভায় কোথায় দাঁড়াল বিজেপি?

নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার, সাংসদ থাকাকালীন ২০২১-এর বিধানসভা দিনহাটা ও শান্তিপুর থেকে ভোটে লড়েন। জিতেও চান। পরে বিধায়ক পদ ছেড়ে সাংসদ পদে থেকে যান। দুই আসনই দখল করেছে তৃণমূল। প্রয়াত হন বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়। ২০২৩ সালে উপনির্বাচন হয় ধূপগুড়িতে। সেখানে জয়ী হন তৃণমূলের নির্মলচন্দ্র রায়।

মুকুটমণি অধিকারী, রাণাঘাট দক্ষিণ কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। ২০২৪-এর লোকসভা ভোটের ঠিক আগে তৃণমূলে যোগ দেন মুকুটমণি। লোকসভায় জিততে না পারলেও। বিধানসভা উপনির্বাচনে জয়ী হয়ে আপাতত তিনি তৃণমূলের বিধায়ক।
বিশ্বজিৎ দাস, বাগদা বিধানসভা থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন। কিন্তু তিনি তৃণমূলে ফিরে আসেন। লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থীও হন তিনি। সেই সময় বিধায়ক পদ ছাড়েন বিশ্বজিৎ। ওই আসনে উপনির্বাচনে জেতেন তৃণমূলের মধুপর্ণা ঠাকুর।
কৃষ্ণ কল্যাণী, বিজেপির টিকিটে ভোটে জিতে বিধায়ক হয়েছিলেন। দল বদল করেন। লোকসভা ভোটে তৃণমূলের টিকিট পাওয়ার পর বিধায়ক পদে ইস্তফা দেন তিনি। যদিও লোকসভায় পরাজিত হন, তবে উপনির্বাচনে জিতে বিধায়ক হন তিনি। মনোজ টিগ্গা, পরপর দুবারের বিধায়ক। ২০২১-এও জয়ী হয়েছিলেন মাদারিহাট কেন্দ্র থেকে। ২০২৪-এর লোকসভা নির্বাচনে প্রার্থী হন তিনি, জিতে সাংসদ হন। উপনির্বাচনে মাদারিহাটে জয়ী হয়েছে তৃণমূল।

এই ৭ জনকে বাদ দিলে বিজেপির বিধায়ক সংখ্যা এখন ৭০। এছাড়া, কয়েকজন গেরুয়া বিধায়ক দলবদল করেছেন। তাঁরা হলেন মুকুল রায়, হরকালী পতিহার, তন্ময় ঘোষ, সুমন কাঞ্জিলাল। তবে খাতায় কলমে রাজ্য বিধানসভায় এখন বিজেপির শক্তি ৭০।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #bjp, #politics, #legislative assembly

আরো দেখুন