দেশ বিভাগে ফিরে যান

মোদী আমলে দেশ ছাড়ার ধুম! এক দশকে স্বেচ্ছায় পাসপোর্ট জমা দিয়েছেন কত ভারতীয়?

November 25, 2024 | < 1 min read

ছবি সৌজন্যে: ইন্ডিয়া হুড

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: গত কয়েক বছরে ভারতের নাগরিকত্ব ছাড়ার রীতিমতো ধুম পড়ে গিয়েছে। বিদেশ মন্ত্রকের তথ্য জানাচ্ছে, ২০১১ থেকে ২০২৩ সালের জুন মাস পর্যন্ত সাড়ে ১৭ লক্ষ ভারতীয় স্বেচ্ছায় নিজেদের পাসপোর্ট জমা দিয়েছেন। ভারত ছেড়ে বিদেশের নাগরিকত্ব পাওয়ার জন্যই তাঁরা এ পথে হেঁটেছেন। ভারত ছেড়ে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানির মতো দেশের নাগরিকত্ব নিয়েছেন অনেকে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কিছু দেশ, ব্রাজিল, আইসল্যান্ড, ভ্যাটিকান সিটিতেও পাড়ি জমিয়েছেন অনেক ভারতীয়।

দ্বৈত নাগরিকত্ব নীতি না থাকা এর অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। কেউ যদি ভারতের নাগরিক হন, তাহলে অন্য কোনও দেশের নাগরিকত্ব নিতে পারবেন না। বিশ্বের অনেক দেশেই এমন সুবিধা মেলে। কোনও ভারতীয় অন্য কোনও দেশের নাগরিকত্ব নিতে চাইলে তাকে ভারতের নাগরিকত্ব ছাড়তে হয়।

এক নজরে পরিসংখ্যান

সাল কত জন ভারতের নাগরিকত্ব ছেড়েছেন
২০২৩: ২ লক্ষ ১৬ হাজার ২১৯ জন
২০২২: ২ লক্ষ ২৫ হাজার ৬২০ জন
২০২১: ১ লক্ষ ৬৩ হাজার ৩৭০ জন
২০২০: ৮৫ হাজার ২৫৬ জন
২০১৯: ১ লক্ষ ৪৪ হাজার ১৭ জন
২০১৮: ১ লক্ষ ৩৪ হাজার ৫৬১ জন
২০১৭: ১ লক্ষ ৩৩ হাজার ৪৯ জন
২০১৬: ১ লক্ষ ৪১ হাজার ৬০৩ জন
২০১৫: ১ লক্ষ ৩১ হাজার ৪৮৯ জন
২০১৪: ১ লক্ষ ২৯ হাজার ৩২৮ জন

যত দিন যাচ্ছে, নাগরিকত্ব ছাড়ার প্রবণতা তত বাড়ছে। ২০২২ সালে সবচেয়ে বেশি ভারতীয় দেশের নাগরিকত্ব ছেড়েছেন। পাশাপাশি গত কয়েক বছরে ভারতীয়দের বিদেশে কাজ করতে যাওয়ার প্রবণতাও বেড়েছে। বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, প্রায় ১ কোটি ৩০ লক্ষ ভারতীয় বিভিন্ন দেশে কাজ করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #passport, #modi govt

আরো দেখুন