কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলায় দেদার বিকোচ্ছে টমটম গাড়ি

মাটির বাটি, মাটির চাকা আর বাঁশের কাঠি দিয়ে বানানো খেলনা গাড়ি হাতে পেয়ে খুশি হন শিশুরা।

November 26, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলায় দেদার বিকোচ্ছে টমটম গাড়ি। এক একটি গাড়ি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়। মাটির বাটি, মাটির চাকা আর বাঁশের কাঠি দিয়ে বানানো খেলনা গাড়ি হাতে পেয়ে খুশি হন শিশুরা। দড়ি বেঁধে টানলে টমটম আওয়াজ করে বলে গাড়ির নাম দেওয়া হয়েছে টমটম গাড়ি।

আজও কদর রয়েছে টমটমের। কোচবিহারের রাসমেলা এবং টমটম গাড়ি যেন একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। দীর্ঘ সময় ধরে এই খেলনা বিক্রেতারা রাসমেলার সময় কোচবিহারের আসেন, মেলায় থাকেন। বিক্রি করেন। আজও এই খেলনা হাতে নিলে ফিরে যেতে হয় শৈশবে। আজও বাচ্চাদের নিত্যনতুন আধুনিক খেলনাকে সহজে টেক্কা দেয় টমটম খেলনা গাড়ি। কোচবিহারের রাসমেলায় ছোটদের জন্য তৈরি এই খেলনা খুব পছন্দের সকলের। রাসমেলা ছাড়া এই খেলনা পাওয়া যায় না। আজ এই খেলনা টমটম গাড়ি নস্টালজিয়ার উপাদান হয়ে উঠেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen