দেশ বিভাগে ফিরে যান

ছুটবে ট্রেন, জাহাজ এলেই উঠে যাবে সেতু! ইতিহাস তৈরির পথে ভারতীয় রেল

November 26, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নজির গড়তে চলেছে ভারতীয় রেল। শুধুমাত্র সময়ের অপেক্ষা। ট্রায়াল সম্পন্ন হয়েছে। পাম্বান ব্রিজ তৈরি হয়েছে। পাম্বান-মণ্ডপম সেকশনে ট্রেন চলে ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে। ব্রিজের ওপর দিয়ে ট্রেন ছুটবে ৮০ কিমি প্রতি ঘণ্টায়। রামেশ্বরম ও মেনল্যান্ডের মধ্যে রেল যোগাযোগের ক্ষেত্রে এই ব্রিজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

পুরনো ব্রিজের সমান্তরালে এই পাম্বান ব্রিজ তৈরি হয়েছে। সমুদ্রের ওপর তৈরি হওয়া সর্বাধিক দৈর্ঘ্যের সেতু এটি। আগের ব্রিজের থেকে ৩ মিটার দীর্ঘ নতুন ব্রিজটি। সেতুর তলা দিয়ে চলে যাবে জাহাজ। জাহাজের গতিবিধি বোঝার জন্য বিশেষ নেভিগেশন সিস্টেমও থাকবে। জাহাজ এলেই সেতু উঠে যাবে ১৭ মিটার ওপরে। ফলে সমুদ্রে যান চলাচলেও কোনও অসুবিধা হবে না। আগামী বছরের মে-র মধ্যে শেষ হয়ে যাবে এই সেতু তৈরির কাজ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Indian Railway, #pamban bridge

আরো দেখুন