দেশ বিভাগে ফিরে যান

৪৫ আসনের বিমান, স্পোর্টস হাব, তোর্সার দ্বিতীয় সেতু – শীতকালীন অধিবেশনে কোন কোন বিষয়ে সরব হবেন তৃণমূল সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া?

November 26, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শীতকালীন অধিবেশন শুরু হয়ে গিয়েছে। কোচবিহারের তৃণমূল কংগ্রেসের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া দিল্লিতে অসামরিক বিমান পরিবহণমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। কোচবিহার বিমানবন্দর থেকে মাত্র ন’আসনের একটি বিমান কোচবিহার-কলকাতার মধ্যে চলাচল করে। আগামীদিনে কোচবিহার থেকে ৪৫ আসনের বিমান চালানো সম্ভব কি-না তা নিয়ে অসামরিক বিমান পরিবহণমন্ত্রী কে রামমোহন নাইডুর সঙ্গে কথা বলবেন তৃণমূল সাংসদ।

কোচবিহার থেকে বিমান চলাচল নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। বিমান চলাচল শুরু হয়েও বন্ধ হয়ে যায়। এখন যে বিমান চলাচল করে তা শুরু সময় টানাপোড়েন চলেছিল। এখন বিমান চলাচল করেছে। মাত্র নয় আসনের বিমান হওয়ার কারণে অনেকে নির্দিষ্ট দিনে জায়গার অভাবে যাতায়াত করতে পারেন না। কোচবিহারে ৪৫ আসনের বিমান চালানোর দাবি রয়েছে দীর্ঘদিন যাবৎ।

পাশাপাশি কোচবিহারে রেলের জমিতে স্পোর্টস হাব গড়ে তোলা নিয়েও সংসদে প্রশ্ন করার ইচ্ছে রয়েছে তাঁর। তোর্সার দ্বিতীয় সেতুর প্রসঙ্গও তোলার চেষ্টা করবেন তিনি। কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার কথায়, কোচবিহার বিমানবন্দরে মাত্র নয় আসনের বিমান চলছে। সেখানে ৪৫ আসনের বিমান চালানো যায় কি-না তা নিয়ে প্রশ্ন রয়েছে। ব্যক্তিগতভাবে অসামরিক বিমান পরিবহণমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তিনি। বিগত লোকসভা অধিবেশনে তোর্সায় দ্বিতীয় সেতু নির্মাণের বিষয়ে তিনি প্রশ্ন করেছিলেন। কোচবিহারের স্পোর্টস হাব নিয়েও জানতে চেয়েছিলেন। তার কোনও কাজ হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রকের কাছে ফের তিনি প্রশ্ন করবেন বলেই জানাচ্ছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #Loksabha, #Jagadish Chandra basunia, #India, #Parliament

আরো দেখুন