ফের বিশ্বভারতীর আয়োজনে পৌষমেলা, সহায়তা করবে রাজ্য, এবারে কতদিন চলবে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী মেলা?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০১৯ সালের পর আবারও পৌষমেলা আয়োজনের দায়িত্ব নিল বিশ্বভারতী। বছর চারেকের বিরতির পর শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা ফিরছে। ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্টের উদ্যোগে পূর্বপল্লির মাঠে পৌষ মেলা হবে। তার প্রস্তুতি শুরু হল। সোমবার বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারে এনিয়ে বৈঠক বসেছিল জেলা প্রশাসন, বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্টের সদস্যরা। এবারে ৬ দিনের মেলা হবে। মেলা শেষের পর দুদিনের মধ্যে মেলার মাঠ পরিষ্কার করে দিতে হবে।
সোমবার বীরভূম জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের নিয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক হয়েছে কেন্দ্রীয় গ্রন্থাগার কক্ষে। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সোরেন, জেলা সভাধিপতি কাজল শেখ, বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়, বোলপুরের এসডিপিও রিকি আগরওয়াল, বিশ্বভারতী কর্তৃপক্ষ বৈঠকে উপস্থিত ছিলেন। শান্তিনিকেতন ট্রাস্ট-সহ অন্যান্যরাও ছিলেন। এবার পূর্বপল্লির মাঠে ৬ দিনের পৌষ মেলা হবে। রীতি মেনে শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী মেলার আয়োজন করবে। জেলা প্রশাসন সবরকমভাবে সহযোগিতা করবে। জল, বিদ্যুৎ, নিরাপত্তা-সহ সমস্ত রকমের সহযোগিতা করবে বোলপুর পুরসভা ও শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদ।
বিশ্বভারতীর একাংশের কারণেই চার বছর ধরে মেলা করতে হয়েছিল রাজ্য সরকারকে। তবে এবছর বিশ্বভারতীই মেলা করছে। রাজ্য সবরকম সাহায্য করবে। বৈঠকে আলোচনা হয়েছে। ৬ দিনের মেলার পর দুদিন গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ মেনে মেলার মাঠ পরিষ্কার করতে হবে।