শুরু হবে সমীক্ষা, শহরের তিনশো হেরিটেজ ভবনকে গ্রেড দেওয়ার তোড়জোড়
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্য হেরিটেজ কমিশনের অনুমোদন মেনে শহরের বিভিন্ন ঐতিহ্যবাহী ভবনকে গ্রেড দেয় কলকাতা পুরসভা। এতদিন এই গ্রেড প্রদানের কোনও বিজ্ঞানভিত্তিক পদ্ধতি ছিল না। কলকাতায় প্রায় ৩০০ এমন সম্পত্তি রয়েছে, যাদের হেরিটেজ ভবনের তকমা মিললেও গ্রেড জোটেনি। সেই হেরিটেজ ভবনগুলিকে গ্রেড প্রদান করতে শিবপুর আইআইইএসটিকে দায়িত্ব দিচ্ছে পুরসভা। জানা গিয়েছে, শিবপুর আইআইইএসটি সমীক্ষার কাজ তদারকি করবে। সার্ভের কাজ করবেন ৬০ সমীক্ষক। রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের কাছে পৌনে দু’কোটি টাকা চাওয়া হয়েছে এ কাজের জন্য। সোমবার, নন্দনে হেরিটেজ সপ্তাহ উপলক্ষ্যে এক বৈঠকে এই বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, পুর কমিশনার ধবল জৈন-সহ রাজ্য হেরিটেজ কমিশনের অন্যান্য কর্তারা।
শহরের বাকি হেরিজেটগুলিকে গ্রেড দেওয়ার ক্ষেত্রে বৈজ্ঞানিকভাবে তথ্যভিত্তিক সমীক্ষার সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়েছে। হেরিটেজ আইন অনুসারে ভবনগুলিকে গ্রেড I, IIA, IIB ও III; মোট চার ভাগে ভাগ করা হয়। ভবনের ঐতিহাসিক গুরুত্ব, স্থাপত্যশৈলী, নির্মাণকাল, সব কিছু বিবেচনা করে গ্রেড দেওয়া হয়। উত্তর, মধ্য ও পূর্ব কলকাতায় কয়েকটি হেরিটেজ ভবনকে নানা কারণে কোনও গ্রেড দেওয়া যায়নি। এবার সে কাজ হবে।
এতদিন কিছু নির্দিষ্ট বিষয়ের উপর ভিত্তি করে গ্রেড দেওয়া হত। সেটা বিজ্ঞানসম্মত পদ্ধতিতে নয়। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, হেরিটেজ তকমা বা গ্রেড দেওয়ার পর আদালতে মামলা হয়েছে। কেন হেরিটেজ করা হল বা গ্রেড দেওয়া হল, প্রশ্ন উঠত। বিস্তারিত ব্যাখ্যা দিতে হত। বিভিন্ন দেশের পদ্ধতি খতিয়ে দেখে, একটি স্ট্যান্ডার্ড প্রসেস মেনে এবার বাকি থাকা বা আইনি জটিলতায় আটকে থাকা হেরিজেটগুলির সমীক্ষা হবে। তার ভিত্তিতে গ্রেড দেওয়া হবে।