শীতে রুক্ষ, শুষ্ক ত্বক নিয়ে চিন্তিত? গ্লিসারিন ব্যবহারে মিলতে পারে সমাধান
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শীত এসে পড়ল। এবার রুক্ষ, শুষ্ক ত্বক হয়ে উঠবে মাথাব্যথার কারণ। ত্বকের যত্ন নিতে গ্লিসারিন ব্যবহার করলে যাবতীয় সমস্যার সমাধান মিলবে সহজেই।
কী কী উপায়ে গ্লিসারিন ব্যবহার করতে পারেন?
গোলাপ জলে গ্লিসারিন মিশিয়ে মুখে লাগালে উপকার পাওয়া যায়। যাঁদের ত্বক শুষ্ক, তাঁরা সারা বছর নারকেল তেলের সঙ্গে এক চামচ গ্লিসারিন মিশিয়ে তা গা-হাতে-পায়ে ও মুখে মাখতে পারেন। এতে ত্বক নরম ও উজ্জ্বল হবে। শীতে ক্রিমের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে ত্বকে লাগালে চামড়া একটুও ফাটবে না।
গ্লিসারিন ত্বক আর্দ্র রাখতে সাহায্য করে। চল্লিশোর্ধ্বরা রাতে শুতে যাওয়ার আগে নাইট ক্রিম বা নারকেল তেলের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে মুখে, হাতে, পায়ে লাগাতে পারে। এতে ত্বকের বয়স অনেকদিন পর্যন্ত ধরা থাকবে।
ত্বকে দাগ ছোপ থাকে, দাগ বা ছোপের উপর একটু পুরু করে গ্লিসারিনের প্রলেপ দিলে উপকার মেলে। চর্মরোগের ক্ষেত্রেও এই উপাদান ভাল কাজ করে। এগজিমা বা ছুলি থাকলে সেই অংশে কোনও মেডিকেটেড ক্রিম, তেলের সঙ্গে মিশিয়ে গ্লিসারিন লাগাতে পারেন।
শ্যাম্পু করার পর এক মগ জলে এক চামচ গ্লিসারিন মিশিয়ে তা দিয়ে চুল ধুলে চুলের জেল্লা বাড়বে।
গ্লিসারিন দিয়ে চুল ধুলে খুশকিও দূর হয়। চুলের পক্ষে গ্লিসারিন খুবই ভাল। চুল নরম হয়।
নারকেল তেল বা অন্য কোনও চুলে লাগানোর তেলের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে, সেই মিশ্রণ সপ্তাহে একদিন চুলে লাগালে চুল মোলায়েম হবে।
মেকআপ বেস হিসেবেও গ্লিসারিন খুবই ভাল কাজ করে। প্রথমত গ্লিসারিন বেসের উপর মেকআপ ভালো বসে। অনেকক্ষণ স্থায়ী হয়। দ্বিতীয়ত মেকআপ লাগালে ত্বকের যে ক্ষতি হয় গ্লিসারিন বেস তা খানিকটা হলেও কমিয়ে দেয়। ফলে ত্বক ভাল থাকে। তিন ভাগ গ্লিসারিনের সঙ্গে এক ভাগ জল মিশিয়ে বেস তৈরি করা যায়।
শীতে পা, ঠোঁট, মুখ ইত্যাদি ফাটাতেও গ্লিসারিন খুন উপকারী। এতে ক্ষতটা সারে, চামড়াও নরম হয়। ফলে ফাটার প্রবণতা অনেকটাই কমে।