জলপাইগুড়ির রেল পরিষেবা নিয়ে বিরোধীদের আক্রমণের মুখে বিজেপি
জলপাইগুড়ি জেলার রেল পরিষেবা নিয়ে ব্যাকফুটে বিজেপি। পদাতিক এক্সপ্রেসের স্টপেজ প্রত্যাহার ও হলদিবাড়ি থেকে তিস্তা-তোর্ষা এক্সপ্রেসের কোচ প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্তকে ঘিরে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও বামফ্রন্টের সাঁড়াশি আক্রমণের মুখে গেরুয়া শিবির। পদাতিক এক্সপ্রেসের স্টপেজ ঘোষণার সময় বিজেপি তার একক কৃতিত্বের কথা তুলে ধরে শহরজুড়ে লাড্ডু বিতরণ করেছিল। শুধু তাই নয়, এই পদক্ষেপের জন্য কেন্দ্রীয় সরকারকে অভিনন্দন জানায় জেলা বিজেপি।
পদাতিক এক্সপ্রেসের স্টপেজ বন্ধ হওয়ায় জলপাইগুড়ি জেলার মানুষ চরম বিপাকে পড়েছেন। বিজেপি নেতারা হলদিবাড়ি থেকে তিস্তা-তোর্ষা এক্সপ্রেসের কোচ প্রত্যাহারের বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। পদাতিক এক্সপ্রেসের বিষয়ে সাংসদ ডাঃ জয়ন্ত রায় বলেন, এখন পদাতিক এক্সপ্রেসের বদলে স্পেশাল ট্রেন চলছে। পদাতিক এক্সপ্রেস ফের চালু হলে রেলমন্ত্রকের সঙ্গে কথা বলে পদাতিক এক্সপ্রেসের স্টপেজ জলপাইগুড়ি রোড স্টেশনে করতে পারবেন। বিরোধীরা অভিযোগ করেছে তপশিলি জাতি ও আদিবাসী অধ্যুষিত জলপাইগুড়ি জেলাকে যোগাযোগের দিক থেকে পিছিয়ে ফেলার চক্রান্ত করছে কেন্ত্র। নতুন ট্রেন দেওয়া তো দুরের কথা, চালু থাকা ট্রেনের স্টপেজ বাতিল করা হচ্ছে।
জলপাইগুড়ি জেলা বামফ্রন্টের আহ্বায়ক সলিল আচার্য বলেন, জেলার মানুষের দীর্ঘ আন্দেলনের ফসল পদাতিক এক্সপ্রেসের স্টপেজ। স্টপেজ হওয়ার সিদ্ধান্ত ঘোষণার পর বিজেপি রাজনৈতিক ফায়দা লোটার জন্য সবরকম চেষ্টা করেছে। এখন স্টপেজ বন্ধ করে কেন্দ্রীয় সরকার এই অঞ্চলের মানুষকে বিপাকে ফেলেছে। তাঁরা প্রয়োজনে রেল অবরোধ করে ফের পদাতিক এক্সপ্রেসের স্টপৈজ জলপাইগুড়ি রোড স্টেশনে স্টপেজ আদায় করবেন।
জলপাইগুড়ি জেলা কংগ্রেসের সভাপতি নির্মল ঘোষদস্তিদার বলেন, তিস্তা-তোর্ষা এক্সপ্রেসের কোচ প্রত্যাহার করার সিদ্ধান্তে শুধুমাত্র হলদিবাড়ি এলাকার মানুষ সমস্যায় পড়বেন না। জলপাইগুড়ি জেলার মানুষও কলকাতায় যোগাযোগে সমস্যায় পড়বেন। বহু আন্দোলন করে পদাতিক এক্সপ্রেস স্টপেজ হয়েছিল। সেই স্টপেজও বিজেপি সরকার প্রত্যাহার করে নিয়েছে। রেল পরিষেবার ইস্যুতে তাঁরা কেন্ত্রীয় সরকার এবং বিজেপির বিরুদ্ধে আন্দোলন করবেন।
জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দুলাল দেবনাথ বলেন, জলপাইগুড়ি জেলা থেকে কলকাতায় যোগাযোগের জন্য হাতেগোনা কয়েকটি ট্রেন আছে। অথচ বিজেপি রেল পরিষেবা সংকুচিত করছে। তারা রেল অবরোধ করে তিস্তা-তোর্ষা এক্সপ্রেসের কোচ প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিল করতে কেন্দ্রকে বাধ্য করবেন।
জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী বলেন, বর্তমানে পদাতিক এক্সপ্রেসের বদলে স্পেশাল ট্রেন চলছে। এই ট্রেনের স্টপেজ রোড স্টেশনে নেই, একথা সত্য। তবে পদাতিক এক্সপ্রেস চালু হলে জলপাইগুড়ি রোড স্টেশনে স্টপেজ দেওয়ার বিষয়ে তারা রেলমন্ত্রকে কথা বলবেন। তিস্তা-তোর্ষা এক্সপ্রেসের কোচ প্রত্যাহারের সিদ্ধান্তের প্রসঙ্গে বাপিবাবু বলেন, বিরোধীরা অপেক্ষা করুন। কিছুদিনের মধ্যেই হুলদিবাড়ি থেকে দূরপাল্লার ট্রেনের যাত্রাপথের সূচনা হবে।