কলকাতা বিভাগে ফিরে যান

গভীর রাত বা ভোর নয়! ব্যস্ত ‘অফিস টাইমে’ বাড়ছে পথ দুর্ঘটনা? উলটপুরাণে চিন্তিত লালবাজার

November 27, 2024 | < 1 min read

— প্রতীকী চিত্র।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ব্যস্ত অফিস আওয়ার্সে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দুর্ঘটনার পরিমাণ! গভীর রাত বা খুব ভোরে পথ দুর্ঘটনার হার থাকত সর্বাধিক। রাত ১২টা থেকে পরদিন সকাল ৭টা, বছর দুই আগে অবধি; এই সাত ঘণ্টা ছিল কলকাতা পুলিশের চিন্তার কারণ। পথদুর্ঘটনা ও দুর্ঘটনার জেরে প্রাণহানির ‘পিক আওয়ার্স’ ছিল এটা। এক বছরে তা বদলে গিয়েছে। গভীর রাত বা ভোরে নয়, এখন অফিস টাইমে দুর্ঘটনা বেশি ঘটছে। লালবাজারের তথ্য বলছে, গত এক বছরে শহরে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৫৯ জনের। ৩৮ জন মারা গিয়েছেন সকাল ৮টা থেকে বেলা ১২টার মধ্যে অর্থাৎ, সকালের ব্যস্ত অফিস টাইমে। এই সময়ে দুর্ঘটনায় আহত হয়েছেন ৩৩১ জন।

ট্রাফিক বিভাগের রিপোর্ট অনুযায়ী, ভোর বা গভীর রাতের বদলে দুর্ঘটনার ‘পিক আওয়ার্স’ এখন সকাল ৯টা থেকে ১০টা। এই এক ঘণ্টা শহরে সবচেয়ে বেশি যানবাহন চলাচল করে। বিভিন্ন ব্যস্ত ও বড় ক্রসিংয়ে সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, এই এক ঘণ্টায় প্রতি মিনিটে পাঁচশোর বেশি গাড়ি ও শতাধিক বাইক-স্কুটার যাতায়াত করে। ঢল নামে পথচারীদের। পরিসংখ্যান বলছে, গত এক বছরে সকাল ৯টা-১০টার মধ্যে দুর্ঘটনা ঘটেছে ৯৭টি। প্রাণ গিয়েছে ১২ জনের। পরবর্তী দু’ঘণ্টাও কম বিপজ্জনক নয়। বেলা ১১টা-১২টার মধ্যে দুর্ঘটনা ঘটেছে ৯৩টি।

গত এক বছরে শহরের রাস্তায় প্রায় ১ লক্ষ ৩০ হাজার যানবাহন বেড়েছে। কিন্তু শহরের রাস্তার পরিসর বাড়েনি। যানজট ছিলই, পাশাপাশি অফিসটাইমে অনেক বেশি মানুষ রাস্তায় নামছেন। যার জেরে দুর্ঘটনার বেড়েছে। সমাধান খুঁজতে চিন্তিত লালবাজার।

TwitterFacebookWhatsAppEmailShare

#lalbazar, #Road Accidents

আরো দেখুন