রাজ্য বিভাগে ফিরে যান

হাসপাতালে পরিষেবা না দিয়ে বেসরকারি প্র্যাকটিস! রোগী মৃত্যুর অভিযোগে শোকজ আরজি কর আন্দোলনের চিকিৎসক-নেতা

November 27, 2024 | 2 min read

ছবি সৌজন্যে: দা ওয়াল

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: সরকারি হাসপাতালে পরিষেবা না দিয়ে বেসরকারি প্র্যাকটিসের অভিযোগ উঠল সাগর দত্ত মেডিক্যালের চিকিৎসকের বিরুদ্ধে। যার জেরে রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ঘটনা সামনে আসতেই ডা. শুভম সাব্রেওয়ালকে শোকজ করেছে কলেজ অফ মেডিসিন সাগর দত্ত হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগের বিভাগীয় প্রধান ডা. কাবেরী ভট্টাচার্য।

৫ নভেম্বর সাগর দত্ত মেডিক‌্যাল কলেজে আসেন রিম্পা পাল নামে এক নাবালিকা। সিনিয়র রেসিডেন্ট ডা. শুভম সাব্রেওয়ালের অধীনে হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগের মহিলা ওয়ার্ডে তাঁকে ভর্তি করা হয়। ওই কলেজের পড়ুয়া জুনিয়র ডাক্তার অ‌্যাসোসিয়েশনের সদস‌্য ডা. অনিকেত দাস জানিয়েছেন, সরকারি হাসপাতালে ডিউটি থাকলেও প্রাইভেটে প্র‌্যাকটিস করেন ওই চিকিৎসক। তাঁর দায়িত্ব জ্ঞানহীনতার জেরেই নাকি মৃত্যু হয়েছে কিশোরীর। ডা. শুভম সাব্রেওয়ালকে শোকজ করেছে কলেজ অফ মেডিসিন সাগর দত্ত হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগের বিভাগীয় প্রধান ডা. কাবেরী ভট্টাচার্য।

শোকজের চিঠিতে লেখা হয়, “ষোলো বছরের রিম্পা পাল, গত ৫ নভেম্বর সকাল ১১টা ৪২ মিনিটে সাগর দত্ত হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগে ভর্তি হয়েছিলেন। ওইদিনই রাত ৮টা ৪৬ মিনিটে সে মারা যায়। নিয়ম অনুযায়ী সে সময় সেখানে উপস্থিত থাকার কথা সিনিয়র রেসিডেন্ট শুভম সাব্রেওয়াল এবং পিজিটি ডা. অহনা ওঝার। কিন্তু আপনারা সেখানে ছিলেন না। এই শৃঙ্খলাভঙ্গের দায়ে কেন আপনাদের বিরুদ্ধে ব‌্যবস্থা নেওয়া হবে না?’’

উল্লেখ্য, রাজ‌্য স্বাস্থ‌্যবিজ্ঞান বিশ্ববিদ‌্যালয়ের নিয়ম অনুযায়ী সরকারি হাসপাতালে ডিউটিরত পিজিটি সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক কোনওভাবেই বেসরকারি প্র‌্যাকটিস করতে পারবেন না। জুনিয়র ডাক্তার ফ্রন্টের নেতা আরজি কর আন্দোলনের অন‌্যতম মুখ ডা. শুভম সাব্রেওয়াল সরকারি হাসপাতালে রোগীদের চিকিৎসা না করে দক্ষিণ দমদমে চুটিয়ে প্রাইভেট প্র‌্যাকটিস করছেন বলে দাবি জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের। আরজি কর-কে সামনে রেখে যাঁরা মানবদরদী সাজছিলেন, তাঁদের এ রূপ দেখে স্তম্ভিত মানুষজন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Private Hospital, #Showcause, #RG Kar case

আরো দেখুন