ইন্ডিয়ান মিউজিয়ামে চলছে প্রদর্শনী, তুলে ধরা হয়েছে পল্লীবাংলার ঐতিহ্য
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: এএমআই আর্টস উৎসব ২০২৪ উপলক্ষ্যে কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটির উদ্যোগে; ভারতীয় জাদুঘরে, পশ্চিমবঙ্গ সংগ্রহালয় সমিতি ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সহায়তায় প্রদর্শনী ও সেমিনারের আয়োজন করা হয়েছে। প্রদর্শনীর বিষয়, ভারতের গ্রামীণ ঐতিহ্য। জাদুঘরে প্রদর্শনী চলবে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত।
উত্তরবঙ্গের মঙ্গলকাব্যের নাম গোসানীমঙ্গল কাব্য। গোসানীমঙ্গল কাব্যের পুঁথি কাচের বাক্সের নীচে সাজানো রয়েছে প্রদর্শনীতে। উত্তরবঙ্গের বিষহরি পালা অর্থাৎ বেহুলা পালার সচিত্র পুঁথিও রয়েছে এখানে। উত্তর-পূর্ব ভারত-সহ উত্তরবঙ্গের লোক ঐতিহ্যের সম্ভার রয়েছে প্রদর্শনীতে। গোসানীমঙ্গল, বিষহরি পালার প্রাচীন পুঁথিপত্র সঙ্গে ভাওয়াইয়া শিল্পী আব্বাসউদ্দিন আহমেদ, দময়ন্তী রায় বর্মন-সহ বিভিন্ন লোকশিল্পীর পালাগনের বুকলেট রয়েছে। উত্তরবঙ্গের ঐতিহ্য শীতলপাটি, মেখলা, রাজবংশী সমাজে ব্যবহৃত পাটানি, মাছ ধরার জাল রয়েছে।
এখানে রয়েছে সুন্দরবন আঞ্চলিক সংগ্রহশালা, দেবলগড় মিউজিয়াম, রামকৃষ্ণ মিশন গোলপার্ক, বোটানিকাল সার্ভে অব ইন্ডিয়া, কলকাতা বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ রাজ্য অভিলেখাগার, বিশ্ববিদ্যালয়ের শেখ নুরউদ্দিন নুরানী মিউজিয়াম অব হেরিটেজ, কৃষ্ণপুর সেন্টার ফর ফোকলোর স্টাডিজ অ্যান্ড রিসার্চ-সহ একাধিক সংস্থার সংগ্রহ রয়েছে।