কেন্দ্রের গড়িমসিতে আটকে রয়েছে তাজপুর বন্দরের কাজ, দাবি শশী পাঁজার
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভারত মণ্ডপমে চলছে আন্তজার্তিক বাণিজ্য মেলা। এদিন ছিল পশ্চিমবঙ্গ দিবস। বাংলাকে বিশেষ পুরস্কারও দিয়েছে বাণিজ্য মন্ত্রক। আর এদিনই কেন্দ্রের গড়িমসির জন্যই রাজ্যের শিল্পোন্নয়নের গতি বাধাপ্রাপ্ত হচ্ছে বলে ইঙ্গিত দেন রাজ্যের শিল্প-বাণিজ্যমন্ত্রী শশী পাঁজা।
শিল্পমন্ত্রী দাবি করেন, তাজপুরে গভীর সমুদ্র বন্দরের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যে ছাড়পত্রের প্রয়োজন আছে, সেটা এখনও পাওয়া যায়নি। কবে সেই ছাড়পত্র মিলতে পারে, সেই বিষয়ে আপাতত কোনও সদুত্তর মেলেনি।
দু’বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাজপুরে গভীর সমুদ্র বন্দর তৈরির জন্য আদানি গোষ্ঠীর অ্যাপসেজ (আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকনমিক জ়োন) সংস্থার হাতে ‘প্রভিশনাল লেটার অব ইনটেন্ট’ বা প্রাথমিক আগ্রহপত্র তুলে দিয়েছিল। তার পরে কেন্দ্রের স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, বিদেশ ও জাহাজ মন্ত্রকের থেকে প্রয়োজনীয় ছাড়পত্র চাওয়া হয়। বিদেশ, প্রতিরক্ষা, জাহাজ মন্ত্রক তা দিয়েছে অনেক আগেই। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক শর্তযুক্ত ছাড়পত্র দিয়েছিল। সঙ্গে জানিয়েছিল কিছু পর্যবেক্ষণও। তার পরে আর তাজপুরের বন্দর নিয়ে কোনও অগ্রগতি দেখা যায়নি।