জল জীবন মিশন প্রকল্পে গতি আনতে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

২০২৪ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও, এই পরিস্থিতিতে তা সম্ভব নয়। তবে নবান্নের নির্দেশ, ২০২৫ সালের এপ্রিলের মধ্যে কাজ শেষের চেষ্টা করতে হবে।

November 27, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যে গ্রামীণ প্রায় ১.৭৫ কোটি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছনোর কথা। এখনও পর্যন্ত তা হয়েছে প্রায় ৯৩.৫০ লক্ষ পরিবারে। ২০২৪ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও, এই পরিস্থিতিতে তা সম্ভব নয়। তবে নবান্নের নির্দেশ, ২০২৫ সালের এপ্রিলের মধ্যে কাজ শেষের চেষ্টা করতে হবে।

এজন্য সংশ্লিষ্ট পানীয় জলের লাইন যাচাই করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি বলেন, “অনেক অভিযোগ আছে। অনেক জায়গায় পাইপ গিয়েছে, জল যায়নি। আসলে মাটি পরীক্ষা না করেই ডিপিআর হয়েছে। অনেক জায়গায় জলের উৎস পাওয়া যায়নি।’’ এদিন মুখ্যমন্ত্রী মুখ্যসচিব মনোজ পন্থকে দায়িত্ব দিয়ে বলেন, ‘‘আগামী সোমবারের মধ্যে কথা বলে এই সমস‌্যা সমাধানের রাস্তা খুঁজতে হবে। ডিএম, বিডিও, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এসডিও সবাইকে সঙ্গে নিয়ে কাজটা করতে হবে। জলের গুণমান দেখতে হবে। প্রয়োজনে দূর থেকে পাইপ লাগিয়ে জলের উৎসের সঙ্গে লাইন জুড়তে হবে।’’

এদিন সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে মুখ্যমন্ত্রী বেশ কিছু সমস‌্যার কথা তুলে ধরেন। বলেন, ‘‘অনেক জায়গায় পাইপ কেটে কেউ কেউ বাড়িতে রিজার্ভার বানিয়ে নিচ্ছে। কেউ আবার চাষের জমিতে জল দিচ্ছে। মুখ্যমন্ত্রীর সাবধানবাণী, ‘‘পানীয় জলের পাইপ কেটে কেউ যদি এই কাজগুলি করে থাকেন, তাহলে অবিলম্বে সেগুলি সিল করার ব্যবস্থা করতে হবে। কারণ পাইপ কাটার জন্য যেকোনও সময় বড় অঘটন ঘটে যেতে পারে। জল পাওয়া থেকে বহু মানুষ বঞ্চিত হতে পারে।’’ অনেক জায়গায় পাইপ বসাতে কেউ কেউ বাধা দিচ্ছেন। এঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের জন্য এদিন ডিজিকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘কেউ ছাড় পাবে না। জল নিয়ে যাওয়ার ব‌্যাপারে কেউ বাধা দিতে পারে না।’’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen