দেশ বিভাগে ফিরে যান

আজ হেমন্তের শপথে বিরোধীদের শক্তি প্রদর্শন, থাকছেন মমতা-সহ INDIA জোটের শীর্ষ নেতারা

November 28, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, বৃহস্পতিবার ঝাড়খণ্ডের ১৪তম মুখ্যমন্ত্রী হিসেবে নেবেন হেমন্ত সোরেন। রাঁচির মোরাদাবাদি গ্রাউন্ডে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকেল চারটের সময় হেমন্তকে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল সন্তোষকুমার গাঙ্গোয়ার। শপথের অনুষ্ঠানেই শক্তি প্রদর্শন করতে চলেছে ইন্ডিয়া জোট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধী জোট ইন্ডিয়ার এক ঝাঁক শীর্ষ নেতা শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

টানা দ্বিতীয়বার সরকার গঠন করতে চলেছেন হেমন্ত। নতুন মন্ত্রিসভায় কারা থাকবেন তা নিয়েও জল্পনা রয়েছে। হেমন্ত-পত্নী কল্পনা সোরেন মন্ত্রিসভায় যোগ দিতে পারেন বলে জানা যাচ্ছে। মন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন হেমন্তের ভাই বসন্তও। সূত্রে খবর, ৭:৪:১ অনুপাতে দপ্তর বণ্টন হতে পারে জোটের শরিকদের মধ্যে। জেএমএম, মুখ্যমন্ত্রীর পদ-সহ সাতটি পদ পেতে পারে। জোটের দুই শরিক কংগ্রেস ও আরজেডি যথাক্রমে চারটি ও একটি দপ্তরের পেতে চলেছে। শরিক সিপিআইএমএল সম্ভবত মন্ত্রিসভায় যোগ দিচ্ছে না বলেই খবর।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, এনসিপি (শারদপন্থী) প্রধান শারদ পাওয়ার, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান ও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রায় নিশ্চিত। এছাড়াও আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল, শিবসেনা (উদ্ধবপন্থী) প্রধান উদ্ধব ঠাকরে, সিপিএমএলের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, পিডিপি নেত্রী মেহবুবা মুফতি, কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার, বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব, উদয়নিধি স্ট্যালিনরাও অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Jharkhand, #Hemant Soren, #SwearingIn Ceremony, #INDIA alliance

আরো দেখুন