নদী- অরণ্যে নিরালা সময় কাটাতে চলে যান দুয়ারসিনি

ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের সীমান্তে ছোট পাহাড়ের উপরে সাল, সেগুন, পিয়াল ও পলাশে ঘেরা অরণ্য আপনার মনকে আনন্দে ভরিয়ে তুলবে।

September 9, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

নদী ও অরণ্যের মাঝে একান্তে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুরুলিয়ার  দুয়ারসিনিতে।   ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের সীমান্তে ছোট পাহাড়ের উপরে সাল, সেগুন, পিয়াল ও পলাশে ঘেরা অরণ্য আপনার মনকে আনন্দে ভরিয়ে তুলবে।

কলকাতা থেকে মাত্র ২৬৩ কিলোমিটার দূরে পুরুলিয়ার দুয়ারসিনিতে উপজাতীয় গ্রামগুলির মধ্যে দিয়ে বয়ে চলা সাতগুদুমে নদীর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে।

কি কি দেখবেন

দুয়ারসিনির প্রধান আকর্ষণ হল সাঁওতাল, মুন্ডা, শবর এবং খেরিয়ার মতো উপজাতির গ্রামগুলি। এছাড়া দুয়ারসিনি জঙ্গলটি দেখার মতো। এখানে আপনি ভাল্লুক, বুনো শূকর, হাতির পাল, হায়না এবং নেকড়ের মতন পশু দেখতে পাবেন। 

পাশাপাশি কিছু পরিচিত এবং অজানা পাখিও দেখতে পাবেন এখানে। সাতগুদুম নদীর তীরে বসে সময় কাটানোর বিকল্প হয় না। সন্ধ্যাবেলায় নিজের বাংলোতে বসেই উপভোগ করতে পারেন উপজাতি গ্রামগুলি থেকে আসা ঢোলের শব্দ।

এছাড়া দুয়ারসিনি থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে গালুদি থেকেও ঘুরে আসতে পারেন। এখানে আপনি কিছু অতীত সংস্কৃতি অবশেষ দেখতে পাবেন।

কিভাবে যাবেন

দুয়ারসিনি এবং কলকাতার মধ্যে কোনও সরাসরি ট্রেন নেই। তবে কলকাতা থেকে ঘাটশিলা যাওয়ার ট্রেন ধরে সেখান থেকে দুয়ারসিনিতে একটি ট্যাক্সি ভাড়া করে চলে যেতে পারবেন। ঘাটশিলা কলকাতা থেকে প্রায় ২৪০ কিলোমিটার এবং দুয়ারসিনি থেকে ২৫ কিমি দূরে অবস্থিত।

কোথায় থাকবেন

দুয়ারসিনিতে থাকার জন্য সেরা ব্যবস্থা  হল বন উন্নয়ন নিগমের দ্বারা পরিচালিত কটেজগুলি। এই কটেজে থাকার পাশাপাশি খাবারের ব্যবস্থাও রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen