বাংলাদেশের নাম না করেও কেন্দ্রের সিদ্ধান্তের সঙ্গেই সহমত থাকার কথা বললেন মুখ্যমন্ত্রী
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলাদেশে হিন্দু নিপীড়ন ইস্যুতে আলাদাভাবে কোনও অবস্থান নিচ্ছে না রাজ্যের শাসকদল। কেন্দ্রের সিদ্ধান্তের সঙ্গেই সহমত থাকছে তারা। কেন্দ্রের পাশে থেকে সহযোগিতার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার এ ব্যাপারে বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, “যেকোনও ধর্মের মানুষের উপর অত্যাচারের ঘটনায় নিন্দনীয়। অন্য দেশেও (বাংলাদেশের নাম না করেই) যদি কোনও ধর্মের মানুষের উপর অত্যাচার করা হয় তাহলে আমরা সেটাকেও সমর্থন করি না।”
যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আন্তর্জাতিক বিষয়ে রাজ্য যে নাক গলাবে না, তাও পরিষ্কার জানিয়ে দিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, “বিষয়টি দিল্লির। তাই এ ব্যাপারে রাজ্য কোনও মন্তব্য করবে না।” মমতা এও বলেন, “আমার সরকারের পলিসি হল অন্য দেশের ব্যাপার হলে আমরা কেন্দ্র সরকারের সঙ্গে একসঙ্গে থাকব।”
প্রসঙ্গত, এ ব্যাপারে বুধবারই দিল্লি থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছিলেন, বাংলাদেশে চলতি পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান কী হবে তা দিল্লির সরকার স্থির করবে। মানুষ তাদের সেজন্য জনাদেশ দিয়েছে। এটা আন্তর্জাতিক বিষয়। সুতরাং এ ব্যাপারে নয়াদিল্লি তথা বিদেশ মন্ত্রক যে অবস্থান নেবে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সেটাই তৃণমূলের অবস্থান হবে।