রাজ্য বিভাগে ফিরে যান

দেশের সমস্ত জেলা হাসপাতালের মধ্যে সবচেয়ে আধুনিক ল্যাপারোস্কপি সেট এম আর বাঙ্গুর হাসপাতালে

December 1, 2024 | < 1 min read

দেশের সমস্ত জেলা হাসপাতালের মধ্যে সবচেয়ে আধুনিক ল্যাপারোস্কপি সেট এম আর বাঙ্গুর হাসপাতালে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ল্যাপারোস্কপি সেট এল দক্ষিণ ২৪ পরগনার এম আর বাঙ্গুর হাসপাতালে। যা দেশের সমস্ত জেলা হাসপাতালের মধ্যে সবচেয়ে আধুনিক।

সার্জন মহল সূত্রের খবর, ফোর কে রেজলিউশনের এই সেটে শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের ছবি প্রচলিত যন্ত্রগুলির তুলনায় অনেক বেশি স্পষ্ট, নিখুঁতভাবে দেখা সম্ভব। ফলে ভুলের আশঙ্কা থাকে ন্যূনতম। ল্যাপারোস্কপি করার জন্য পেটে গ্যাস ভরতে হয়। প্রচলিত যন্ত্রগুলিতে মিনিটে ২০ লিটার গ্যাস ভরা যায়। এই যন্ত্রে পাঠানো যায় মিনিটে ৪৫ লিটার গ্যাস।

সার্জারির প্রাক্তন অধ্যাপক ডাঃ মাখনলাল সাহার নেতৃত্বে এদিন অপারেশনটি হয়। ডাঃ সাহার দাবি, দেশের মধ্যে এই প্রথম এরাজ্যের কোনও জেলা হাসপাতালে এল যন্ত্রটি। সরকারি ক্ষেত্রে এছাড়াও এই যন্ত্র বসেছে এন আর এস মেডিক্যাল কলেজ হাসপাতালে। বাঙ্গুর সূত্রের খবর, অ্যাকেলেশিয়া কার্ডিয়া নামে এক ধরনের জটিল পেটের অসুখে ভুগছিলেন জলপাইগুড়ির ওই যুবক। মহম্মদ নুর আলম নামের ৩৭ বছর বয়সি ওই রোগী যা খেতেন, তা বমি হয়ে যেত। খিদেও অস্বাভাবিক কমে গিয়েছিল। এখন মনে প্রশ্ন জাগতেই পারে, আসলে ঠিক কী হয়েছিল ওই যুবকের?

বিভিন্ন রোগপরীক্ষা করে চিকিৎসকরা দেখেন, নুর আলমের খাদ্যনালী থেকে পাকস্থলীতে খাবার যাওয়ার রাস্তায় থাকা ভালভের মতো মাংসপেশীতে গোলমাল রয়েছে। ভালভের মতো অংশটি ঠিকঠাক কাজ করলে খাবার ঠেলে উপরের দিকে উঠতে পারে না। নুরের ক্ষেত্রে ওই মাংসপেশী শক্ত হয়ে যাওয়ায় খাবার ‘ব্যাক ফ্লো’ করছে। সেকারণে তিনি যা খাচ্ছেন, তা বমি করে দিচ্ছেন। খিদেও কমে গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#MR Bangur, #Modern laproscopy set, #Laproscopy set

আরো দেখুন