কলকাতা বিভাগে ফিরে যান

ডিসেম্বরের শহরে অগ্নিকাণ্ড, স্ট্র্যান্ড রোডের ফুলের মার্কেটে আগুন

December 1, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফের অগ্নিকাণ্ড শহরে, স্ট্র্যান্ড রোডের ফুলের মার্কেটে কাছে একটি দোকানে আগুন লাগে। যার জেরে পুড়ে গিয়েছে আশপাশের কয়েকটি দোকান। গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। আগুন লাগায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। হতাহতের কোনও খবর নেই।

জানা গিয়েছে, রবিবার পৌনে একটা নাগাদ হাওড়া ফুল মার্কেটের কাছের একটি পান, বিড়ির দোকানে লাগে। ঘিঞ্জি এলাকা হওয়ায় পাশের কয়েকটি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে যায় দোকানগুলো। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। দেড়টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।

সাম্প্রতিক সময়ে বারবার শহরে অগ্নিকাণ্ড ঘটায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Stand Road, #Fire

আরো দেখুন