খেলা বিভাগে ফিরে যান

ভাঙা হবে না ওপেনিং জুটি, রোহিতের খেলা নিয়ে কী ইঙ্গিত গুরু গম্ভীরের?

December 1, 2024 | 2 min read

Image Credit source: PTI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রোহিত শর্মা প্রথম টেস্টে খেলেননি। দ্বিতীয় টেস্টে প্রথম একাদশে ফিরবেন তিনি। ফিরতে চলেছেন শুভমন গিলও। ফলে ভারতের একাদশে বদল নিশ্চিত। ব্যাটিং অর্ডার কেমন হবে? রোহিতের সঙ্গে ওপেন করতেন যশস্বী জয়সওয়াল। রোহিত না থাকায় প্রথম টেস্টে ওপেন করেছিলেন লোকেশ রাহুল। ৬ ডিসেম্বর অ্যাডিলেডে তিনিই ওপেন করতে পারেন।

অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট খেলতে নামবে ভারত। তার আগেই ব্যাটিং অর্ডার নিয়ে আভাস দিয়ে রাখলেন গৌতম গম্ভীর। প্রথম টেস্টের দুই ইনিংসেই রান পেয়েছেন রাহুল। দ্বিতীয় ইনিংসে যশস্বীর সঙ্গে রাহুলের ২১০ রানের জুটি ভারতের জয়ের নির্ণায়ক ভূমিকা পালন করেছিল। ফলে ওপেনি জুটি না ভাঙার পক্ষেই গম্ভীর।

প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ভারতের হয়ে ওপেন করতে নামলেন যশস্বী ও রাহুল। রোহিতের সামনে নতুন গোলাপি বলে অনুশীলন করার সুযোগ ছিল। করলেন না রোহিত। অ্যাডিলেডেও হয়তো ওপেন করবেন যশস্বী ও রাহুল। সেই ইঙ্গিতই কি দিল টিম ম্যানেজমেন্ট?

প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে তিন নম্বরে ব্যাট করতে নামলেন শুভমন। যশস্বী নিজের জায়গা পাকা করার পরে শুভমন তিন নম্বরেই খেলছেন। তাঁর জায়গায় প্রথম টেস্ট খেলেছিলেন দেবদত্ত পড়িক্কল। অ্যাডিলেডে সম্ভবত তাঁকেই বসতে হবে। ১৮তম ওভারে রাহুল উঠে যান। নামেন রোহিত। বল কিছুটা পুরনো হওয়ার পরে নামতে চাইছেন রোহিত। তবে অ্যাডিলেডে চার নম্বরেও নামতে পারবেন না রোহিত। বিরাট কোহলি চার নম্বরে খেলেন। তিনি প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে খেলবেন না বলেই রোহিত চার নম্বরে নেমেছেন।

রোহিত অ্যাডিলেডে খেললে ধ্রুব জুরেলকে বসতে হবে। দেবদত্ত পড়িক্কল আর ধ্রুব জুরেল ছাড়া আরও কোনও বদল হওয়ার সম্ভাবনা নেই দ্বিতীয় টেস্টে। প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে চার উইকেট নিয়ে হর্ষিত রানা টিমে জায়গা পাকা করে ফেলেছেন। আকাশ দীপ বা প্রসিদ্ধ কৃষ্ণের সুযোগ পাওয়া কঠিন। ওয়াশিংটন সুন্দরও ব্যাট হাতে ভাল খেলেছেন পার্থে, ফলে রবীন্দ্র জাডেজার সুযোগ পাওয়া রাস্তা কঠিন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Cricket, #Rohit Sharma, #Australia, #Team India, #India vs Australia, #BGT 2024-25

আরো দেখুন