আজ বিধানসভায় কেন্দ্রের আনা ওয়াকফ বিলের বিরোধিতায় গর্জে উঠল তৃণমূল
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: দিল্লির পর এবার রাজ্য বিধানসভা, বিজেপি সরকারের আনা ওয়াকফ বিলের বিরোধিতায় গর্জে উঠল তৃণমূল কংগ্রেস। আজ, সোমবার বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ বিলের বিরোধিতায় আওয়াজ তুললেন। মমতার অভিযোগ, কেন্দ্রের তরফে যে ওয়াকফ বিল আনা হয়েছে, তা আইনে পরিণত হলে ওয়াকফ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। ওয়াকফ বিলের বিরোধিতায় গত শনিবার সভা করেছে তৃণমূল। এবার বিধানসভাতেও ওয়াকফ বিলের বিরোধিতায় প্রস্তাব এনে কেন্দ্রের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করতে চলেছেন তৃণমূল বিধায়করা।
আজ, সোমবার বিধানসভার অধিবেশনে ওয়াকফ বিলের বিরোধিতায় সরকার পক্ষ একটি প্রস্তাব পেশ করবে। দেশের মধ্যে বাংলাতেই প্রথম এমন একটি প্রস্তাব আনতে চলেছে। আলোচনা হবে এবং বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র ওয়াকফ বিল নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা করেনি। যা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বিরোধী। আজ, মমতা এবং তৃণমূলের অন্য বিধায়করা অধিবেশনে গেরুয়া শিবিরকে বিঁধবেন। অভিযোগ, কেন্দ্র এই বিলের মধ্যে দিয়ে একটি ধর্মকে টার্গেট করেছে। তৃণমূল বিলটি প্রত্যাহারের দাবি করেছে।
বিধানসভায় আজ ছ’জন নবনির্বাচিত বিধায়ক শপথ নেবেন। এই উপলক্ষ্যে রাজ্যপাল সি ভি আনন্দ বোস বিধানসভায় আসবেন। এছাড়াও আজ বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে মন্ত্রিসভার বৈঠক হবে। মন্ত্রিসভার বৈঠকের আগে, নৌসের আলি কক্ষে দলীয় বিধায়কদের নিয়ে অন্য এক বৈঠকও করবেন মমতা।