এবারেও বাংলাকে কম দামে গম বেচবে না কেন্দ্র! রাজ্যকে ভাতে মারার চক্রান্ত?
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: মজুত ভাণ্ডার থেকে ২৫ লক্ষ টন গম কম দামে মিল মালিকদের কাছে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এবারও বাংলা-সহ কোনও রাজ্য সরকারকে এই ব্যবস্থার মাধ্যমে গম বিক্রি করা হবে না। বাংলার সরকার তাদের নিজস্ব খাদ্য সুরক্ষা প্রকল্পে সম্পূর্ণ নিজেদের খরচে প্রায় ৩ কোটি রেশন গ্রাহককে বিনা পয়সায় খাদ্য সরবরাহ করে। কেন্দ্র রাজ্য সরকারকে কম দামে গম বিক্রি না করার ফলে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার আওতাধীন রেশন গ্রাহকরা গত প্রায় ২ বছর ধরে গম পাচ্ছেন না। গম কিনতে চেয়ে রাজ্য খাদ্যদপ্তর একাধিকবার চিঠি দিয়েছে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রককে। তাতে কোনও কাজ হয়নি। এবছরও একই ঘটনা ঘটছে।
রাজ্যের খাদ্যমন্ত্রী এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, কেন্দ্রের এ সিদ্ধান্তের জন্য রাজ্য প্রকল্পের রেশন গ্রাহকরা গম-আটা চাইলেও পাচ্ছেন না। রেশন দোকানে এসে তাঁরা দেখছেন, জাতীয় প্রকল্পের আওতায় থাকা গ্রাহকরা তা পাচ্ছেন। এতে তাঁদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে, প্রভাব পড়ছে রেশন ডিলারদের উপর।
বেসরকারি ময়দা কল মালিকরা কেন্দ্রের থেকে কম দামে গম কিনে খোলাবাজারে বেশি দামে আটা- ময়দা বিক্রি করে, অন্যদিকে রেশন গ্রাহকদের একটা বড় অংশ এভাবে বঞ্চিত হচ্ছে। গমের বদলে রাজ্য গ্রাহকদের শুধু চাল দিতে বাধ্য হচ্ছে। খোলাবাজারে দাম নিয়ন্ত্রণের দোহাই দিলেও, কেন্দ্রের থেকে কম দামে গম নিয়ে ব্যবসায়ী ও মিল মালিকরা আটা-ময়দা উৎপাদন করে তা চড়া দামে বিক্রি করলেও কার্যত কোনও সরকারি নিয়ন্ত্রণ নেই। অন্যান্য খাদ্যসামগ্রীর সঙ্গে পাল্লা দিয়ে আটা-ময়দার দামও বেড়ে যাচ্ছে খোলাবাজারে।