পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

শনিবার শেষ হলেও, রবিবার ভাঙা রাসমেলা জমে উঠল কোচবিহারে

December 2, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: শনিবার রাত ১২টায় কোচবিহারের রাসমেলা শেষ হয়ে গেলেও রবিবার বেলা গড়াতেই রাসমেলায় ক্রেতাদের ভিড় বাড়তে থাকে। ভাঙা মেলায় কার্যত দিনভর চুটিয়ে ব্যবসা করলেন দোকানিরা। শেষ তিন দিন মেলায় বিক্রির পরিমাণ ভালই ছিল। সব মিলিয়ে প্রায় ১৫০ কোটি টাকার ব্যবসা হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

এবার রাসমেলা ১৫ দিনের হবে না ২০ দিনের, তা নিয়ে কোচবিহার জেলা প্রশাসন ও পুরসভার মধ্যে টানাপোড়েন চলছিল। প্রশাসন জানিয়েছিল, মেলা হবে ১৫ দিনের। কিন্তু পুরসভা ব্যবসায়ীদের স্বার্থে রাসমেলা ২০ দিন করার দাবি জানিয়েছিল। ব্যবসায়ীদের পক্ষ থেকে মেলার মেয়াদ বৃদ্ধির দাবি জানানো হয়েছিল। কিন্তু জেলা প্রশাসন শেষ পর্যন্ত এ অনড় ছিল। শনিবার রাতেই মেলা শেষ হয়ে গিয়েছে। রবিবার ভাঙা মেলার ছবিটা ছিল সম্পূর্ণ আলাদা। শেষ হতেই ব্যবসায়ীদের একাংশ ব্যবসা গোটাতে শুরু করেন। বহু ব্যবসায়ী চুটিয়ে ব্যবসা করেন।

মদনমোহন মন্দিরেও দিনভর ভিড় ছিল। রাজমাতা ও ডাঙরআই মন্দিরের বিগ্রহ ফিরে গিয়েছেন। বারান্দায় অধিষ্ঠান করে ভক্তদের দর্শন দিয়েছেন মদনমোহন। রাস উৎসব উপলক্ষ্যে রাসযাত্রা শুরুর দিন থেকে টানা ১৫ দিন সকাল থেকে রাত ১০টা পর্যন্ত মন্দিরের বারান্দায় অধিষ্ঠান করে ভক্তদের দর্শন দিয়েছেন। এদিন রাত ১০টা পর্যন্ত মন্দিরের দরজা খোলা ছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#raas, #raas mela, #coochbehar raas mela

আরো দেখুন