শীতের মরশুম শুরু হতেই তুফানগঞ্জের রসিকবিলে আসতে শুরু করেছে পরিযায়ী পাখির দল
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তুফানগঞ্জের রসিকবিলে পরিযায়ী পাখির দল আসতে শুরু করেছে। সাইবেরিয়া, মঙ্গোলিয়া ইত্যাদি জায়গা থেকে পাখিরা দলে দলে উড়ে আসছে। গোটা শীতের মরশুমেই থাকবে পাখিরা। পর্যটকেরা আসতে শুরু করেছে।
শীতের মরশুমে পরিযায়ী পাখি দেখতে রসিকবিলে পর্যটকদের ভিড় উপচে পড়বে বলে আশা করছে বনদপ্তর। বনদপ্তরের এডিএফও বিজনকুমার নাথ বলেন, রসিকবিলে পরিযায়ী পাখির দল আসতে শুরু করেছে। বনদপ্তরের আশা, এবারও শীতের মরশুমে এখানে প্রচুর পরিমাণে পর্যটকের ভিড় হবে।
রসিকবিলে ইতিমধ্যেই কটন পিগমি রুজ, গ্রে হেডেড ল্যাপ ইউং, লেজার হুইসলিং ডাক, কর্মোরেন্ট, ওয়াটার হেন, মুর হেন, ফেরুজিনিয়াস পোচার্ড, কমন টিল-সহ আরও অনেক প্রজাতির পরিযায়ী পাখি এসেছে। গত বছর সাড়ে ছয় হাজার পরিযায়ী পাখি এসেছিল। এবার আরও বেশি সংখ্যক পাখি আসবে বলে আশা বনদপ্তরের। রসিকবিলে বিস্তীর্ণ এলাকায় জলাশয় রয়েছে। বিলের এলাকাও বৃদ্ধি পেয়েছে।