বিবিধ বিভাগে ফিরে যান

কোন মরশুমে কেমন সুগন্ধি লাগাবেন?

December 5, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ঋতু অনুযায়ী সাজপোশাকের পাশাপাশি সুগন্ধি লাগানোও ফ্যাশন হয়ে উঠেছে। ভারত গ্রীষ্মপ্রধান আবহাওয়ার দেশ। ভারতের মতো দেশে সুগন্ধির ধরন সতেজ হওয়া দরকার।

গ্রীষ্মের সুগন্ধ
গ্রীষ্মে চাই সতেজ সুগন্ধি। লেমন বা সাইট্রাস গাছের সুগন্ধ, জুঁই, বেল ইত্যাদি এসেন্স ব্যবহার করা যেতে পারে। নারকেল তেলের সুগন্ধও হালকা। চন্দনের সঙ্গে জবার তেল মিশিয়ে গ্রীষ্মের উপযুক্ত একটা এসেন্স বানানো যায়। গ্ল্যাডিওলি আর গার্ডেনিয়া সবচেয়ে ভাল। অ্যাম্বার এসেন্সও রয়েছে।

বর্ষার সুগন্ধ
বর্ষায় ‘ক্লিন স্মেল’ দরকার। গোলাপের নির্যাসে লেবুর রস মিশিয়ে অ্যাকোয়াটিক পারফিউম তৈরি করা যায়। লাল আঙুরের সঙ্গে চন্দনের তেল মিশিয়ে দিলে সুগন্ধ চিরস্থায়ী হয়। তখন তা আতর হিসেবেও ব্যবহার করা যায়।

শীতের সুগন্ধি
শীত ঘুরে বেড়ানোর পক্ষে আদর্শ। সুগন্ধিও চাই লাগসই। কার্ডামম, ভ্যানিলা শীতে উপযুক্ত ও জনপ্রিয়। ওক গাছের নির্যাস থেকে তৈরি সুগন্ধ, সাধারণত সিডারের ধোঁয়াটে সুগন্ধ ইত্যাদি ব্যবহৃত হয় শীতে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Winter, #perfume, #Season

আরো দেখুন